শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসলার মূল্য গত বছরের তুলনায় সহনীয় আছে : মেয়র খোকন

শাকিল আহমেদ : আসন্ন ঈদ উল আজহার আগে মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের চেয়ে কম আছে। ঈদের আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না বলে প্রত্যাশা করেন তিনি ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শন করে মেয়র সাঈদ খোকন একথা বলেন।

ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, ডিএনসিসি'র আঞ্চলিক (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমরা বাজার পরিদর্শন করে দেখেছি বেশ কিছু মসলা বিশেষ করে পেঁয়াজ, রসুনসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে বেশ খানিকটা কম। আমরা সম্মিলতভাবে উত্তর-দক্ষিণের সব কাঁচা বাজারে মনিটরিং টিম রাখার ব্যবস্থা করছি, যেন কোনক্রমেই মসলার বাজার নাগালের বাইরে না যায়। তবে এবার নিঃসন্দেহে বলতে পারি মসলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, আরমাত্র কয়েক দিন পরই ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরই আমরা দেখতে পাই মসলার বাজার অস্থির হয়ে ওঠে এবং বিভিন্ন মসলার মূল্য উর্দ্ধগতির দিকে থাকে। এবার যেন মসলার বাজার অস্থিতিশীল হয়ে না ওঠে সেজন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। আমাদের প্রতিটি কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম প্রতিদিন পরিদর্শন করবে।

মেয়র বলেন, আজ পাইকারি বাজার যাচাই-বাছাই করে দেখলাম এবং ক্রেতা-বিক্রেতা দের সাথে কথা বলে জানতে পারলাম এবার নিত্যপণ্যে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয় বেশিরভাগ নিত্যপণ্যের দাম গত বছরের চাইতে কম রয়েছে। আমরা এই মূল্য তালিকা প্রতিটি বাজারে টাঙিয়ে দেব যেন ঈদের আগে এবং পরে বাজার সহনীয় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়