শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১০:১৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে বিপুল পরিমান মাদকসহ খাদিজা (২২) চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বৃৃহস্পতিবার ভোরে ডিবির পরিদর্শক মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এস আই মিজানুর রহমান ও আবু সায়েম শহরের চাষাড়া জিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত খাদিজা পিরোজপুর জেলার জিয়ানগর থানার গাজীপুর এলাকার রফিকুল সিকদারের মেয়ে। অপর দিকে জাহিদুর রহমান সজীব নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত খাদিজা শহর ও জেলা বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত গাঁজা সাপ্লাই করতো। সকালে চাষাড়ায় সিএনজি অটোরিক্সার জন্য খাদিজা অপেক্ষা করছে এমন সংবাদের বিত্তিত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এনাম বলেন,মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের অন্যান্য সংস্থাও অভিযান চালাচ্ছে। মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলাই আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্য। গ্রেপ্তারকৃতর বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। অপরদিকে জাহিদুর রহমান সজীব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের জল্লারপাড় এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সজীব জল্লারপাড় এলাকার মৃত মিন্নত আলী নিজাম উদ্দিনের ছেলে। সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান চলার সময় তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা বড়ি পাওয়া যায়। তার বিরোদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়