শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে আহত বৃদ্ধের মৃত্যু

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে দুটি ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে আজিজ বোপরীর(৭০) নামের এক আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের গয়াজদ্দিন বেপারীর ছেলে।

ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, বুধবার দুপুরে একটি ইজিবাইক যোগে বিশেষ কাজে আজিজ বেপারী তার বাড়ি থেকে কালকিনি উপজেলা সদরে রওনা দিয়ে আসেন। এসময় তিনি কালকিনি থানার মোড়ে পৌছলে বিপরীতগামী থেকে আসা অন্য একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে করে বৃদ্ধ আজিজ বেপারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এব্যাপারে নিহত আজিজ বেপারীর আত্নীয় দেলোয়ার হোসেন বলেন, দুটি ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে তিনি আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মাড়া যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়