শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিহাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৫ আগস্ট সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের ধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ।

এদিকে কালিহাতী পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিনব্যাপী গণভোজের আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত থেকে উক্ত গণভোজ পরিচালনা করেন।

অপরদিকে উপজেলার তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ সামাদ, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আবু হানিফ মিয়া, সিংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সদস্য হালিম সরকার, কলেজ শিক্ষক হাবিবুর রহমান তালুকদার ও নাসির উদ্দিন খান।

জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। শেষে রচনা, কবিতা, হামদ ও নাথ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়