শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ রাঙাবে নতুন গান

ডেস্ক রিপোর্ট : ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে গানের জুড়ি নেই। প্রতিবছরের মতো এবারের ঈদেও প্রকাশ হচ্ছে শতাধিক গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে গান প্রকাশের।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে নন্দিত দুই কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর যৌথ অ্যালবাম ‘আমার গানের প্রান্তে’। বরেণ্য কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর কালজয়ী ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
সংগীতা প্রকাশ করছে সামিনা চৌধুরীর ‘এক গানের পাখি’, শাফিন আহমেদের ‘বলা তো হলো না’। বেবী নাজনীনের ‘প্রিয়তম’, আসিফ আকবরের ‘চলে যাও বন্ধু’, জয় শাহরিয়ারের ‘সত্যি করে বলো’, মিনারের ‘আমি তো এমনই’, কাজী শুভর ‘একটু একটু জ্বলি’, কাজী শুভ ও মায়া মনির ‘প্রেমের তরী’, মনি কিশোরের ‘সব ফুলে মালা গাঁথা যায় না’, লুমিনের ‘হারানো দিন’, মিজানের ‘বৃষ্টি হয়ে যাও’।
সাউন্ডটেক প্রকাশ করছে বেশ কিছু একক ও দ্বৈত গান। এর মধ্যে টুম্পার গাওয়া ‘দুঃখ বন্ধু’ গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন মেহেদি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এ ছাড়া এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে ‘স্বপ্ন কুমারী’ শিরোনামের রিপন ও লাবনীর গাওয়া ™ৈ^ত গানের ভিডিও। সজল এ আজাদের লেখা এ গানের সুর করেছেন তনু রহমান। সংগীতায়োজন করেছেন মাহাদি প্রীতম। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দুই অভিনয়শিল্পী ও মডেল বিদ্যা সিনহা মিম ও আফরান নিশো।
জি-সিরিজ ঈদ উপলক্ষে প্রকাশ করছে প্রিন্স মাহমুদের সুরে মিশ্র অ্যালবাম ‘ভূমিপুত্র’। অ্যালবাম থাকছে তাহসান, মিনার, ইমরান ও তপুর কণ্ঠে ভিন্ন আঙ্গিকের গান। প্রকাশ হচ্ছে এফ এ সুমনের কণ্ঠে ‘আমায় খবর দিও’। এর পাশাপাশি মিশ্র অ্যালবামের তালিকায় রয়েছে কাজী শুভ, অহরা লিপি, কনিকা ও প্রিয়াংকার ‘ঝুমবৃষ্টি’, চন্দনা মজুমদার, শফি ম-ল ও পূর্ণ মিলনের ‘রঙের মানুষ’, প্রিয়াংকা গোপ, প্রিয়াংকা বিশ^াস ও অপু সরকারের ‘বজ্রকণ্ঠের সাহসী নায়ক’। একক গান ও মিউজিক ভিডিওর তালিকায় রয়েছে ক্লোজআপ ওয়ান তারকা বিউটির ‘প্রেম উপাসনা’, বাউল ফারুকের ‘তুমি বিনে’, আনিসার ‘রোমিও’ এবং ‘তুমি যে আমার’, পলাশের ‘জীবন গাড়ি’ ও নাচের পুতুল’, লুমিনার ‘নীলিমার গালিচা’, তৌসিফের ‘ভালোবাসা সেই জানে না’, প্রত্যয় খানের ‘দহৃরে’, পুলকের ‘ঈদ মোবারাক ঈদ’, অভির ‘দয়াময়’, তপু ও কনার ™ৈ^ত ‘ঘর’, রাখি মুমতাজের ‘ইলশেগুঁড়ি বৃষ্টি’, অদিতির ‘অনুভবে’সহ আরও বেশ কিছু গান।
প্রতি ঈদের মতো এবারও লেজার ভিশন প্রকাশ করছে ভিন্ন আঙ্গিকের বেশ কিছু গানের অডিও-ভিডিও। এরই মধ্যে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী পূজার নতুন গান ‘মায়াবী প্রণয়’। ফয়সাল রাব্বেকিনের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। এর পাশাপাশি প্রকাশিত হয়েছে কামরুল হাসান জনির গানের ভিডিও ‘আড়াল’। সোমেশ^র অলির লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। বেলাল খানের নতুন গান ‘প্রথম বৃষ্টি ফোঁটা’ প্রকাশিত হয়েছে একই ব্যানারে। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের সুর করেছেন মুশফিক লিটু। ঈদ আয়োজনে আরও প্রকাশিত হয়েছে শাহরিদ বেলালের গানের ভিডিও ‘আর কত দূর’। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
গানচিল মিউজিক ঈদে প্রকাশ করছে তিনটি মিউজিক ভিডিও। এর মধ্যে হাবিবের ‘আবার তুই’ গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইমরানের গাওয়া ‘আমার এ মন’ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। দুটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর পাশাপাশি প্রকাশিত হবে মিনারের কথা, সুর ও সংগীতায়োজনের নতুন একটি গান।
সিডি চয়েস এবার ঈদে প্রকাশ করছে কুমার বিশ^জিতের ‘বৃষ্টি এলেই আসো তুমি’ গানের ভিডিও। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আটামনাল মুন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। তাহসান ও টিনা মোস্তারীর দ্বৈত গান ‘শেষ দিন’। এর পাশাপাশি আরও বেশ কিছু একক গানের ভিডিও প্রকাশ করবে সিডি চয়েস।
সিএমভির এবারের ঈদ আয়োজনে থাকছে বেশ কিছু একক গান ও মিউজিক ভিডিও। এরই মধ্যে আতিক শামসের গাওয়া ‘খুব অচেতন’ গানের ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ গানের কথা লেখার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানে মডেল হিসেবে আছেন আতিক শামস ও সায়রা। এর পাশাপাশি আরও কিছু গান দু-এক দিনের মধ্যে প্রকাশ পাবে বলে সিএমভি কর্মকর্তারা জানান।
ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে একাধিক গান। এর মধ্যে আছে কণ্ঠশিল্পী চিত্রার ‘তোর কারণে’। শাওন গানওয়ালার কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিওতে চিত্রার সঙ্গে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। পাশাপাশি প্রকাশ করছে ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও তানজীব সারোয়ারের ™ৈ^ত গান ‘পোড়ামন’। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক। ভিডিও পরিচালনা করেছেন ভাস্কর জনি। গানের ভিডিওতে মডেল হিসেবে দর্শক দেখতে পাবেন সালমা এবং তানজীব সারোয়ারকে। এই দুই শিল্পীর পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রকাশ করছে ইমন খানের নতুন গান ‘ভুল মানুষের ঘর’। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের সুর করেছেন মুহাম্মদ মিলন। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ধ্রুব মিউজিকের আরেকটি মিউজিক চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’ থেকে ঈদে প্রকাশ পাচ্ছে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানের আলোচিত শিশুশিল্পী জাহিদের প্রথম মৌলিক গান ‘পান’। লোক ঘরনার এ গানের কথা লিখেছেন প্রিন্স রুবেল। সুরও করেছেন গীতিকার নিজে। সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের সদস্য ইমন চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট প্রকাশ করেছে আসিফ আকবরের নতুন মিউজিক ভিডিও ‘দিল দিওয়ানা দিল’। নিহার আহমেদের লেখা এ গানের সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
ঈদে ম্যাংগো ব্যাগের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে বেলাল খানের গানের ভিডিও ‘দুঃখ নেই’। গানটি লিখেছেন সোমেশ^র অলি। সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ।
ঈদ উপলক্ষে জাগো মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী কনার নতুন গান ‘মন বলছে তাই’। গানের কথা লিখেছেন মাসুম আওয়াল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। এ মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্যনির্মাতা হাসান রেজাউল। কনার মিষ্টি গায়কীর পাশাপাশি ভিডিওতেও পাওয়া যাবে তাকে। গানটির মডেল হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম ও শবনম ফারিয়া।
সূত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়