শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতিমদের মাঝে খাবার বিতরণ করলো কোস্ট গার্ড

সুজন কৈরী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ, কোস্ট গার্ডের সকল জোন/ষ্টেশনে বিশেষ দোয়া মাহফিল, প্রমাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর কর্মময়ী জীবনের উপর চিত্রঅংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড সদর দপ্তরে দোয়া ও মোনাজাতে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করেন ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে তৌফিক দান করেন তার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাতে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ কোস্ট গার্ড সদর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কোস্ট গার্ড সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্মময়ী জীবনের উপর একটি বিশেষ প্রামাণ্য চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ মহাপরিচালক কোস্ট গার্ডসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ উপভোগ করেন এবং দুপরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকালে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যেগে বঙ্গবন্ধুর কর্মময়ী জীবনের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী ডা. আফরোজা আওরঙ্গজেব চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়