শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে: ইনু

জাফরুল অালম : বঙ্গবন্ধু হত্যার বাহক বিএনপি-জামায়াতকে রাজনীতির ময়দান থেকে বিদায় দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে অাগুন সন্ত্রাসের মতো কাজ করছে।

বুধবার (১৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন অায়োজিত ১৫ অাগস্ট জাতীয় শোক দিবসের অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী এখনও বাংলাদেশ নিরাপদ নয়। বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা জাতির পিতার শোক দিবসেও অানন্দ উৎসব করছে।

বিএনপির কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র ও ৩০ লক্ষ শহীদের রক্তের কথা স্বীকার করে না। এমনকি তারা জাতির পিতাকেও স্বীকার করে না।

তিনি অারও বলেন, যারা মানুষ পোড়ায় তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই। ইনু বলেন, বাংলাদেশকে দেখতে হলে ৭১ এর চশমা পড়তে হবে। ৭১ এর চশমা পড়লেই বিএনপি-জামায়াতের অাসল চেহারা বের হয়ে যাবে।

বঙ্গবন্ধুর সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যতো সমালোচনা অার নিন্দা করেন না কেন। তার উচ্চতা বেড়েই চলছে। বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অাজীবন ইতিহাস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুকে কয়েকজন চক্রান্তই হত্যা করেনি। এ হত্যাকান্ডে দেশি-বিদেশি চক্রান্ত জড়িত ছিল। অার এ হত্যাকান্ডে অাত্মস্বীকৃতদের বিচার না করার জন্য জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করেছিল।

খালেদা জিয়ার সমালোচনা করে এই সাংবাদিক নেতা বলেন, তিনি রাজাকারদের লালনপালন করেছেন। এমনকি যারা স্বাধীনতা বিরোধীতা করেছিল তাদের মন্ত্রীত্ব দিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অালোচনা সভায় অারো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পিঅাইবির মহাপরিচালক শাহ অালমগীর, বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি অাবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম সম্পাদক অাক্তার হোসেন, ডিঅারইউর সাধারণ সম্পাদক শুক্কুর অালী শুভ, ডিএসইসির সভাপতি কে এম শাহিদুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়