শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটিআইয়ের আসাদ কায়সার পাকিস্তান পার্লামেন্টের স্পিকার নির্বাচিত

ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আসাদ কায়সার পার্লামেন্টের স্পিকার হিসেবে বুধবার শপথগ্রহণ করেছেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃস্থানীয় খুরশিদ শাহ ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি। এছাড়া পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌদি যুবরাজ সালমান। ইমরান খাকে শুভেচ্ছা জানানোর একদিন পরই স্পিকার নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। আসাদ কায়সার স্পিকার হিসেবে শপথগ্রহণের পর পরই তিনি ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন।
খাইবার পাকতুনখোয়া এ্যাসেম্বলির সাবেক স্পিকার আসাদ কায়সার পেয়েছেন ১৭৬ ভোট এবং খুরশিদ শাহ পেয়েছেন ১৪৬ ভোট। এর মধ্যে আটটি ভোট বাতিল হয়েছে।
বিদায় স্পিকার সরদার আয়াজ সাদিক নতুন স্পিকার আসাদ কায়সারকে শপথবাক্য পাঠ করান। এ সময় বিরোধী পার্লামেন্ট সদস্যরা ‘ভোট কো ইজ্জত দো’ শ্লোগান দিতে থাকেন।
স্পিকারের নাম ঘোষিত হওয়ার পর আসাদ কায়সার সামনের সারিতে বসা বিরোধী দলের সদস্যদের কাছে এগিয়ে যান এবং তাদের সঙ্গে করমর্দন করেন।
স্পিকার নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। কিন্তু পার্লামেন্ট সদস্যরা বিলম্বে আসার কারণে ভোটাভুটি এক ঘন্টা পিছিয়ে যায়। হবু প্রধানমন্ত্রী ইমরান খান তার ভোট দিয়েই পার্লামেন্ট ছেড়ে চলে যান। ফিরে আসেন ভোট গণনার সময়।
বিদায়ী স্পিকার সরদার আয়াজ সাদিক সরকারি এবং বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যদের ধন্যবাদ জানান। তিনি যতদিন স্পিকার ছিলেন ততদিন সকলের সহযোগিতা পেয়েছেন বলে উল্লেখ করেন। বিশেষ করে ২০১৪ সালের বিক্ষোভ থেকে পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ পর্যন্ত সকলের ভূমিকার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।
সরদার আয়াজ সাদিক বিজয়ী হওয়ার জন্য আসাদ কায়সারকে স্বাগত জানান এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খুরশিদ শাহকে ধন্যবাদ জানান।
অন্যদিকে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরান খানকে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার ইমরান খানকে ফোন দেন সৌদি যুবরাজ। এ সময় তিনি বলেন, আমার আত্মবিশ্বাস, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আশা করছি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নতি ঘটবে। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়