শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসের ভাষণে নির্বাচনে কারচুপির অভিযোগ পাকিস্তানের প্রেসিডেন্টের

ইমরুল শাহেদ: স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন নির্বাচনে কারচুপি নিয়ে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন, কমিশনের উচিত প্রধান রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা যাতে নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছ থাকে।
ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ৭২তম স্বাধীনতা দিবস স্মরণে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনে মামনুন হোসেইন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাধর এবং স্বাধীন করে তোলা একটি দেশের জন্য খুবই কঠিন কাজ।
দেশের বিভিন্ন রাজনৈতিক দল বলছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিজয় একেবারেই নিরপেক্ষ নয়। এজন্য তারা তদন্ত দাবি করেছেন।
পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ মঙ্গলবার বলেছেন, ২৫ জুলাইয়ের নির্বাচনে ‘ঐতিহাসিক কারচুপি’ হয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টে পিএমএল-এন পেয়েছে ৮২ আসন এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পেয়েছে ১৫৮ আসন। কিন্তু পার্লামেন্টের আসন সংখ্যা ৩৪২।
প্রেসিডেন্ট হোসেইন বলেছেন, নির্বাচন এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে একটা নিকট্য আছে, যা জনগণের ইচ্ছানুসারে এদেশের জন্ম হয়েছে বলে মনে করিয়ে দেয়। একইভাবে এদেশের ভাগ্যও নির্ধারণ করতে হবে ভোটের মাধ্যমেই।
তিনি বলেন, সাবেক সরকার নতুন আইন প্রণয়ন করে পাকিস্তান নির্বাচন কমিশনকে ক্ষমতাধর এবং স্বাধীন করেছে। তার উপর ভিত্তি করেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেছেন, নির্বাচনি প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য জাতি আজ ঐক্যবদ্ধ। আগের পার্লামেন্ট সদস্যরা নির্বাচন কমিশনকে ক্ষমতাধর করার জন্য আইন প্রণয়ন করেছে।
তিনি বলেন, ‘নির্বাচনকে স্বচ্ছ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা থাকার পরও যদি একটি গ্রুপ নির্বাচনি ইস্যুতে অসন্তোষ প্রকাশ করে তাহলে তাদের অভিযোগের সমাধান করা উচিত নির্বাচন কমিশনের। তাদের উচিত এমন কিছু করা যাতে ভোটাররা আত্মবিশ্বাসী হতে পারেন যে ভোটের মাধ্যমে দেওয়া তাদের সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে এবং কার্যকর হচ্ছে।’ টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়