শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে কিশোর আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তির দাবি জেএসডি রবের 

রফিক আহমেদ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) প্রস্তাবনায় বলা হয়, ঈদের আগেই নিরাপদ সড়কের দাবিতে সরকারের কাঁপানো কিশোর আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফারকৃত ছাত্রদের মুক্তি ও তাদের ওপর হামলাকারী মাস্তানদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

বুধবার বিকেল ৪ টায় ষ্টিয়ারিং কমিটি ও দলের সহযোগী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, ঢাকা মহানগর জেএসডি, জাতীয় যুব পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দের এক যৌথসভা এসব কথা বলা হয়।

জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব এর সভাপতিত্বে তার উত্তরা বাসভবনে সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রস্তাবে বলা হয়, প্রস্তাবে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত ছাত্রদের চিকিৎসা খরচ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। সভার অপর প্রস্তাবে, আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নিন্দা জানিয়ে স্বাধীনতার আদর্শভিত্তিক গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, ন্যায় বিচার, অসম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ নিশ্চিত করার লক্ষ্যে যুক্তফ্রন্ট এর আন্দোলনকে বেগবান করে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সেপ্টেম্বর মাসব্যাপী জেএসডি ও যুক্তফ্রন্ট এর উদ্যোগে সারা দেশে বিভিন্ন বিভাগ, জেলা-মহানগর, উপজেলা ও শিল্পাঞ্চলসহ সংসদের ৩০০ আসনে জনসভা করার প্রস্তাব গৃহীত হয়। এরই মধ্যে খুলনা, জামালপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, ঢাকা মহানগরের বিভিন্ন সাংগঠনিক জেলায় জনসভা অনুষ্ঠানের বিষয়ে চুড়ান্ত আলোচনা হয়েছে। অবিলম্বে এর তারিখ ঘোষণা করা হবে। এছাড়া ঈদের পরে জেএসডিসহ যুক্তফ্রন্ট এর উদ্যোগে গোলটেবিল আলোচনা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বের দুপুর আড়াইটায় এ একাদশ সংসদ নির্বাচনে জেএসডি’র সম্ভাব্য প্রার্থীদের প্রথম ধাপের সভা দলের কেন্দ্রীয় কার্যালয় ৬৫ বিবি এভিনিউ (৪র্থ তলা), ঢাকায় অনুষ্ঠিত হবে।

আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, গাজী নজরুল ইসলাম ও মো: মোস্তাক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়