Skip to main content

লন্ডনে বাড়ির দাম হ্রাস পেয়েছে ৭ ভাগ

রাশিদ রিয়াজ : ব্রেক্সিট জটিলতায় ব্রিটেনে বাড়ির দাম কমেছে গত মাসে শূণ্য দশমিক ২ ভাগ। আর লন্ডনে প্রতিবছরে বাড়ির দাম কমছে ৭ ভাগ হারে। ইইউ বা ইইউ নয় এমন নাগরিকদের কাছেও বাড়ির চাহিদা কমে গেছে। ফ্রান্সের বিনিয়োগ ব্যাংক সোসাইটি জেনারেলের অর্থনীতিবিদ অ্যালবার্ট এডওয়ার্ডস বলেছেন, ব্রিটেনে বাড়ির দর আরো হ্রাস পেতে পারে। বরং ফ্লাটের চাহিদা ও দাম গত এক দশকে ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাংক অব ইংলান্ডের সহজ মুদ্রানীতির কারণে আবাসিকখাতে সুদের হার ছিল দশমিক শূণ্য দুই পাঁচ থেকে দশমিক ৫ ভাগ। এমনকি অভিবাসন নীতিতে এমন কিছু পরিবর্তন করা হয় যাতে ব্রিটেনের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ ধাবিত হয়। ২০০৯ সালের পর রিয়েল এস্টেট ব্যবসায় ব্যাপক প্রবৃদ্ধিও ঘটে। হ্যালিফ্যাক্স’এর তথ্য বলছে ২ লাখ ৩০ হাজার পাউন্ডের একটি বাড়ির দাম আগামী কয়েক মাসে আরো ৩০ হাজার পাউন্ড হ্রাস পাবে। বিজনেস স্ট্যান্ডার্ড

অন্যান্য সংবাদ