শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

জিয়াউদ্দিন রাজু: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আপত্তিকর অবস্থায় থাকায় গণপিটুনির শিকার হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ নেতা তাহমিদ আহমদ। বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গণপিটুনি দেয় জাবি শিক্ষার্থীরা।

তাহমিদ আহমদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও আহছানউল্লাহ হলের আবাসিক ছাত্র। তিনি বুয়েট ছাত্রলীগের আহছানউল্লাহ হল ইউনিটের পাঠাগারবিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমদকে তার বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনের বেঞ্চে বসে থাকতে দেখেন জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। এ সময় তিনি তাহমিদের পরিচয় জানতে চাইলে দু’জনের মধ্যে তর্ক বেধে যায় এবং তার(শাহীনের) সাথে দুর্ব্যবহার করে তাহমিদ।

এসময় এক শিক্ষার্থী ঘটনা সম্পর্ক জানতে চাইলে, তাহমিদ ওই শিক্ষার্থীকে লাথি মারেন। এঘটনায় উত্তেজিত হয়ে সাধারণ শিক্ষার্থীরা তাহমিদকে গণপিটুনি দেয়। পরে নিরাপত্তা কর্মকর্তারা তাহমিদকে মুচলেকা নিয়ে তার বান্ধবীর জিম্মায় ছেড়ে দেয়।

ঘটনা সম্পর্কে তাহমিদ আহমদ বলেন, উনি (সুদীপ্ত শাহীন) আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কে। আমি বুঝতে পারিনি উনি কে। পরে বুঝেছি উনি এখানকার অথোরিটি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ওই ছেলেকে তার বান্ধবীর জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়