শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ : বি. ওয়ার্কার্স পার্টি

রফিক আহমেদ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু বলেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের আন্দোলনে ভীত হয়ে সরকার বাকশালী কায়দায় আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার পথ প্রসস্থ করছে। বুধবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আবু হাসান টিপু দেশের সর্বস্তরের মানুষের সমর্থিত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে দাবিয়ে রাখার লক্ষে শিক্ষার্থীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সরকারের পক্ষ থেকে মামলা করায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনে ভীত হয়ে সরকার বাকশালী কায়দায় ‘নিরাপদ সড়ক চাই’ দাবির এ আন্দোলনকেও মামলা-হামলা এমনকি দমন নিপীড়নের মাধ্যমে নস্যাৎ করে দিতে চায় বলেই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পথ প্রসস্থ করছে।

তিনি বলেন, বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনের ঘটনায় চাষাড়ায় বেআইনীভাবে অবস্থান, ভাঙচুর ও রাষ্ট্রীয় কাজে বাধা দেয়া এবং আর্থিক ক্ষয়ক্ষতির ভুয়া অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার মধ্যো দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বলেন- জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাধা প্রদান, বাক স্বাধীনতা হরণ ও দমন নিপীড়ন করে কোন স্বৈরশাসকই তাদের ক্ষমতকে চীরস্থায়ী করতে পারে নাই। ফ্যাসিবাদী কায়দায় দমন নিপীড়নের পথ অবলম্বন করে নিশ্চয় আওয়ামী লীগ ও তাদের ক্ষমতাকেও চীরস্থায়ী করতে পারবেন না।

তিনি অবিলম্বে শিক্ষার্থীদের উপর দায়ারকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবি করে বলেন, নিরাপদ সড়কের দাবি এখন কেবল শিক্ষার্থীদের নয় বরং এ দাবি বাংলাদেশের সমগ্র মানুষের। আর তাই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তাদের ওপর হামলা করে, গ্রেফতারের ভয় দেখিয়ে এ আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়