শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোক দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে ৪৪৮২ রোগীকে বিনামূল্যে সেবা

সাব্বির আহমেদ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪৪৮২ রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে বিনামূল্যে সকল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন প্রদানসহ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বহির্বিভাগ-২এর দক্ষিণাংশের উন্মুক্ত সবুজ প্রাঙ্গণে স্বে”ছায় রক্তদান।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ চিকিৎসাসেবা কার্যক্রমে মেডিসিন অনুষদে ২৭৮২ জন, সার্জারি অনুষদে ১৫০০ জন এবং দন্ত অনুষদে ২০০ জনসহ মোট ৪৪৮২ জন রোগীকে সংশিষ্ট বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন।

এই সেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ছাড়াও চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, নমুনা সংগ্রহকারী (ফ্ল্যাবোটমিস্ট), টেকনিশিয়ানসহ সাপোর্টিং স্টাফ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে আরো ছিল সকাল সোয়া ৮টায় ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বনানী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরানখানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও আরো উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, দন্ত অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়