শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ: লীগ ছাড়া অন্য কারও রাষ্ট্র পরিচালনার অধিকার নেই: ডা. এনামুর রহমান এমপি

মতিউর রহমান (ভান্ডারী), সাভার: আওয়ামীলীগের নের্তৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে আওয়ামীলীগ ছাড়া অন্য কারও রাষ্ট্র পরিচালনার অধিকার নাই বলে মন্তব্য করেছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

বুধবার দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষ্যে সাভার উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আগষ্ট মাস শোকের মাসে। এই মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতেও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এজন্য নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের সমর্থিত প্রার্থির পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামলীগের সহ-সভাপতি মো. ফিরোজ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলী হায়দার, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সহ-সভাপতি আমিরুল হাসান কামাল, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন, সাভার থানা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সেলিম মন্ডল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মাঈনুল হোসেন ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারন মানুষ।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনি এবং তার কর্মকান্ড সম্পর্কে আলোচনাসভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নের্তৃবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশগ্রহন করেন।

এদিকে শোক দিবস উপলক্ষ্যে প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্যরে নের্তৃতে এই প্রথম বারের মতো সাভার প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি স্থাপন করা হয়। এসময় জাতির পিতার আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার শান্তির জন্য মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অন্যদিকে সাভার পৌর আওয়ামীলীগের উদ্যোগে বাজার বাসষ্ট্যান্ডের আমিন কমিউনিটি সেন্টারের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়ার হাজী আব্দুল গণির সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নুরে আলম সিদ্দিকি নিউটন ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম ।

এছাড়াও জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাভার পৌর ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালী, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত প্রতিটি অনুষ্ঠানেই বিভিন্ন শ্রেনী পেশা ও বিভিন্ন বয়সের লোকজন স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে নের্তৃবৃন্দের কাছ থেকে দিকনির্দেশনামূল বক্তব্য শুনেন। প্রতিটি অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়