শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্গফুট মেপে নজরদারি চালাচ্ছে গুগল!

রাশিদ রিয়াজ : চান বা না-চান, মোবাইলে লোকেশন সার্ভিস চালু রাখুন বা না-রাখুন, একেবারে 'ল্যাটিচিউড-লঙ্গিচিউড' ধরে মোবাইলধারীর লোকেশন দিন-রাত নিজস্ব অ্যাকাউন্টে রেকর্ড করছে গুগল। নজরদারি এতই কঠোর যে, কারো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে ইন্টারনেট চালু থাকলে, যে কোনও সময় গ্রাহকের অবস্থান একেবারে বর্গফুট অবধি নিখুঁত ভাবে তোলা থাকে গুগলের খাতায়। আর এসব তথ্য একাধিক সংস্থাকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা রোজগার করছে গুগল।

যে কেউ নিজে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করে (https://adssettings.google.com/authenticated) ওয়েবপেজে ঢুকে দেখতে পাবেন, বয়স-লিঙ্গ-হবি-শিক্ষা-রিলেশনশিপ স্ট্যাটাস'সহ একাধিক ব্যক্তিগত তথ্য বিচার করে সাজিয়ে-গুছিয়ে ‘পার্সোনালাইজড অ্যাডভার্টাইজমেন্ট প্রোফাইল বা সাইকোগ্রাফিক প্রোফাইল’ বানিয়ে রাখার পুরো বন্দোবস্ত করে রেখেছে গুগল, যাতে তা ইচ্ছোমত ব্যবহার করা যায়। শুধু ইন্টারনেটে সার্চই নয়, যে যে থার্ড পার্টি অ্যাপ যে যেভাবে ব্যবহার করেন, তার সব তথ্যও রয়েছে (https://myaccount.google.com/permissions?pli=1) গুগলের ভান্ডরি।

ইন্টারনেটে অ্যাকাউন্ট খোলার সময় বা মোবাইলে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করার সময় গুগলকে কোন কোন সম্মতি দেয়ার সময় তাড়াহুড়োয় 'ক্লিক' করে, তা নিয়ে কি কেউ ভেবে দেখে? শতকরা ১০০ ভাগ মানুষই ওই ফাইন-প্রিন্ট পড়ার ঝামেলায় না গিয়ে তা করেন না। ফলস্বরূপ তাদের মাধ্যমে গুগল এমন খুঁটিয়ে যার উপর খুশি নজর রাখতে পারে, যে পিছনে গোয়েন্দা লাগিয়েও কারও সম্পর্কে এত তথ্য এক লহমায় জানা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়