শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর

মো. ইউসুফ আলী বাচ্চু: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বুধবার দুপুরে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ( রাজউক) কতৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমি রাশা রাখি বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে। নির্বাচন হবে, বিজয়ের মাসেই হবে। আমরা অংশ গ্রহণ করব আপনারাও আসেন।

সংলাপ কোন প্রকারেই সম্ভব নয় মন্তব্য করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে কেকে কেটে ভূয়া জন্মদিন পালন করে, গুজব ছড়িয়ে সরকার পতনের ষড়যন্ত্র করে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না । আপনাদের যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে জনগণের সাথে করুন। কারণ ভোটের মালিক দেশের জনগণ।

আগামী নির্বাচন কমিশনে অধীনেই হবে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বানকালীন সব দায়িত্ব থাকবে কমিশনের হাতে। প্রশাসন থাকবে তাদের অধীনে, কমিশনকে সহয়তা করার জন্য সব সময় মাঠে থাকবে । আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না খেলেই গোল দেব এবং গোল দিয়েই আমরা বিজয়ী হব।

রাজউকের সিবিএ’র উদ্দেশে তিনি বলেন, শুধু জয় বাংলা শ্লোগান দিলেই হবে না। দেশের জন্যও কাজ করতে হবে। কাজ করার পরে যদি সময় থাকে তখন সংগঠন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়