শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলনে উস্কানি: দুই জন গ্রেফতার

সুজন কৈরী: রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক লেখা/পোষ্ট/ফটো/­ভিডিওর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারী ২ জনকে গ্রেফতার করেছে সিআডির অর্গানাইজড্ ক্রাইম (সাইবার ক্রাইম ইউনিট)।
গ্রেফতারকৃতরা হলেন- এক‌টি মাদ্রাসার ছাত্র আহমাদ হোসাইন (১৯) ও ইউল্যা‌বের ছাত্র নাজমুস সাকিব (২৪)।
সিআইডি জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যালোচনা করে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় দুই জন শিক্ষার্থী নিহতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে মিথ্যা তথ্য সম্বলিত লেখা/পোষ্ট তারা শেয়ার করেছে।
এছাড়াও তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চেষ্টা করেছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ও বানোয়াট লেখা/পোষ্ট/ফটো/­ভিডিও ইলেকট্রনিক বিন্যাসে সম্প্রচার করেছে। এরূপ মিথ্যা, উস্কানিমূলক প্রপাগান্ডা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নকারী বক্তব্য/পোষ্ট লেখা/পোষ্ট/ফটো/­ভিডিও গুলোতে জেনে বা না জেনে বা তাতে উদ্বুদ্ধ, প্ররোচিত এবং উৎসাহ বোধকরে অজ্ঞাত অসংখ্য ফেসবুক ইউজার লাইক-শেয়ার-এবং কমেন্ট করে উক্ত অপরাধমূলক কাজে সহায়তা প্রদান করেছে।
এরই প্রেক্ষিতে অর্গানাইজড ক্রাইম সিআইডি কম্পিউটার ব্যবহার করে সোস্যাল মিডিয়া মনিটরিং করে স্ক্রীণশট সংগ্রহ করে এবং উক্ত অপরাধীদের আইনের আওতায় আনার জন্যে তদন্ত শুরু করে। যার ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ আগস্ট) ও বুধবার (১৫ আগস্ট) ঢাকা ও কামরাঙিরচর থেকে ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় সিআইডি। সেইসঙ্গে এরকম অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার লক্ষ্যে আর্গানাইজড্ ক্রাইম সিআইডি তার তদন্ত অব্যাহত রেখেছে বলেও জানায় তারা। সিআইডি উস্কানিমূলক প্রপাগান্ডা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য/পোষ্ট/ফটো/­ভিডিও গুলোতে লাইক, শেয়ার ও কমেন্ট করার না করার জন্য অনুরোধ জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়