শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধু কন্যা পরাজিত হলে, পরাজিত হবে বাংলাদেশ’

রবিন আকরাম : বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করতে পেরেছি। অধিকাংশ খুনির শাস্তিও কার্যকর করতে পেরেছি। এ আমাদের গর্বের অর্জন হলেও ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির হত্যা ছিল না, ছিল একটি জাতির দর্শন ও আদর্শের হত্যাকাণ্ড। যে আদর্শ থেকে বাংলাদেশের জন্ম, সেই আদর্শকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

এই শত্রুরা এখনও সক্রিয়, বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করতে সচেষ্ট। ১৫ই আগস্টের শিক্ষা এই যে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। এ যুদ্ধে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। আর এ লড়াইয়ে জয়ের মূলমন্ত্র বঙ্গবন্ধুর আদর্শ।

এও মনে রাখতে হবে যে ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কিন্তু ঘাতকদের এই সুযোগ কারা করে দিয়েছিল? অতি বোদ্ধা কিছু সমালোচক সবকিছু নিয়ে অযৌক্তিক সমালোচনার ঝড় তুলে মানুষকে বিভ্রান্ত করেছিল। আর কিছু অতিবোদ্ধা লোকজন দলের মধ্যে ঐক্য বিনষ্ট করেছিল। বঙ্গবন্ধু যখন শত প্রতিকূলতার মধ্যেও যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন এই অতিবোদ্ধা গোষ্ঠীটি বঙ্গবন্ধু কে সহযোগিতা তো করেইনি বরং বঙ্গবন্ধুর চলার পথকে কণ্টকময় করে তুলেছিল। এরাই ঘতকদের রাস্তা প্রশস্ত করে দিয়েছিল। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা দেশকে হারিয়ে ফেলেছিলাম।

আজকের বাস্তবতায়ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন, তখন দলের বাইরে এবং ভিতরে কিছু অতিবোদ্ধারা বঙ্গবন্ধু কন্যার চলার পথকে কঠিন করে তুলছে।

১৫ই আগষ্টের একটাই শিক্ষা আমার কছে। আর তা হলো, যত দিন এদেশে পাকিস্তানি প্রেতাত্মারা থাকবে, রাজাকার শাবকরা থাকবে, বঙ্গবন্ধুর ঘাতকদের প্রেতাত্মারা থাকবে, ততো দিন বঙ্গবন্ধু কন্যার প্রতি আমার অন্ধ সমর্থন থাকবে। বঙ্গবন্ধু কন্যা, পিতা মাতা ও পরিবারের প্রায় সকল সদস্যদের হারিয়ে বুকের ভিতর জমা কষ্ট নিয়ে দেশ পরিচালনা করছেন। আমি তার সহযোগী হতে চাই, তাঁর চলার পথ কণ্টকময় করে তুলতে চাই না।

বঙ্গবন্ধু কন্য পরাজিত হলে, পরাজিত হবে বাংলাদেশ। জিতে যাবে পাকিস্তানি প্রেতাত্মাদের দল, রাজাকার শাবকরা এবং বঙ্গবন্ধুর হত্যাকারিদের প্রেত্মারা।

বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বার্থেই আমি সজ্ঞানে, বুঝে শুনে, বঙ্গবন্ধু কন্যার একজন অন্ধ সমর্থক। আসুন আমরা অতিবোদ্ধা না হয়ে ঐক্যবদ্ধ হই। এটাই হোক ১৫ আগস্টের শিক্ষা।

(মোহাম্মদ এ আরাফাত এর ফেসবুক থেকে নেয়া)

  • সর্বশেষ
  • জনপ্রিয়