শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন ধরে রাখতে চায় আ.লীগ, পুনরুদ্ধারে বদ্ধপরিকর বিএনপি

জান্নাতুল ফেরদৌসী: রাজবাড়ীর ৫টি উপজেলা নিয়ে রয়েছে মাত্র ২টি আসন। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন। বিগত দুইটি নির্বানেই এ আসনটি দখলে রয়েছে আওয়ামী লীগের। আয়তনে ছোট হলেও আগামী একাদশ জাতীয় নির্বাচনে আবারো আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে হারিয়ে যাওয়া এই আসনটি পুনরুদ্ধারে বদ্ধপরিকর বিএনপি। তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. নিজামদ্দিন বলেন, 'আওয়ামী লীগ থেকে যেই মনোনয়ন পাবে আমরা তাকেই বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করবো। আমরা আশাবাদী নৌকার প্রার্থীই আগামী নির্বাচনে জয়ী হবে।'

এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির নেতাকর্মীরাও। তবে তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করার দাবি জানিয়েছেন তারা। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম দিপু বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার ও যদি সুষ্ঠু নির্বাচন দেয় তাহলেই বিএনপি নির্বাচনে যাবে। অন্যথায় বিএনপি নির্বাচনে যাবে না।'

ভোটাররা বলছেন, 'জনগণেই জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিতে চাই। আমরা ভুল করবো না, বুঝে শুনেই ভোট দিবো। সৎ ও যোগ্য প্রার্থীকে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে চাই।

রাজবাড়ী এক আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ৯শ ২৬ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা এক লাখ ৭০ হাজার ৪শ ২৬ এবং পুরুষ রয়েছেন এক লাখ ৭৫ হাজার ৫শ জন। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়