শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:১২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: যথাযথ মর্যাদায় মহান স্বাধীণতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক পালন করেছে বান্দরবানের লামা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

পরে উপজেলা প্রশাসনের ব্যানারে এক শোক র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক সাংবাদিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ পৃথক ব্যানোরে অংশ গ্রহন করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হল মিলনায়তনে গিয়ে শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল। এতে বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বিশেষ অতিথি ছিলেন।

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর গত মঙ্গলবার বঙ্গবন্ধুর জীবনীর উপর অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অপরদিকে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতাউর মাগফেরাত কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও কেয়াং এ বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে একই দিন লামা আদর্শ বালিকা বিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুপুরে কুলখানির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের কথা মনে পড়লে আজো ব্যাথায় কাঁকিয়ে উঠে বাঙালীর হৃদয়। ইতিহাসের কলঙ্কিত এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছে বাঙালি। তাই এ দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছে দেশবাসী। উপজেলা পরিষদের কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্স, বন বিভাগসহ সরকারী বেসরকারি দপ্তরগুলো পৃথকভাবে শোক দিবস পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়