শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৫:২৪ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায় ১৫ আগস্ট

এএইচএম মাসুদ দুলাল : ১৫  আগষ্ট, জাতীয় শোক দিবস। বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায়।  ১৯৭৫ সালের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে একটি দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত দশা থেকে ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য, ঠিক তখনই সা¤্রাজ্যবাদের পূজারি বা সা¤্রাজ্যবাদের মদদদাতারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে র্নিমম, নৃশংসভাবে হত্যা করে। মুজিব হত্যার পর সমগ্র বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছিলো। বজ্রাহত মানুষের মতো অসাড় হয়ে গিয়েছিলো বাংলাদেশের শোকাহত মানুষ। ঘনিষ্ঠ স্বজন মারা গেলে মানুষ যেমন বাকরুদ্ধ ও কিংকর্তব্যবিমূর হয়ে যায়, মুজিব হত্যার ঘটনায়ও পুরো বাঙ্গালি জাতি শোকে - দুঃখে পাথর হয়ে গিয়েছিলো।

দেশ থমকে গিয়েছিলো। বাংলার মাটিতে যত মহাপুরুষের জন্ম হয়েছে, জাতির পিতা ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। তিনি বাঙ্গালি জাতির জনক। স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার দুরদর্শী ও জোরালো নেতৃত্বে একটি পরাধীন জাতি স্বাধীন জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করে। শত বছরের শোষণ-দুঃশাসনের অবসান ঘটিয়ে গড়ে তোলেন সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক একটি দেশ। নির্মাণ করেন একটি স্বাধীন, স্বার্বভৌম, আদর্শ একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ। হে জাতির পিতা, শোকের এই দিনে বিন¤্র শ্রদ্ধা এবং ভালবাসায় তোমায় স্মরণ করছি।

পরিচিতি: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা/মতামত গ্রহণ: ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়