শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ এবং দেশের সাংবাদিকতা জগত আপনাকে মনে রাখবে বহুকাল

লুৎফর রহমান হিমেল : এ দেশে বৃহৎ কলেবরে পত্রিকার সাহিত্য সমৃদ্ধ ঈদসংখ্যার রেওয়াজ প্রথম কে চালু করেন?

উত্তর: গোলাম সারওয়ার।

এদেশে পত্রিকায় প্রতিদিন রঙিন খেলার পাতা প্রথম কে চালু করেন?

উত্তর: গোলাম সারওয়ার।

সংবাদপত্রের প্রধান স্তম্ভ বার্তা বিভাগের বাতিঘর কাকে বলা হয়?

উত্তর: গোলাম সারওয়ার।

কার হাতে গড়া এ দেশে সবচে বেশি সংবাদকর্মী বর্তমানে দেশের নানা মিডিয়াতে নানা পদে কর্মরত আছেন?

উত্তর: গোলাম সারওয়ার।

বাংলাদেশের সংবাদপত্র জগতে এরকম অনেক ‘প্রথম’ এর সঙ্গে সম্পাদক গোলাম সারওয়ারের নাম জড়িয়ে আছে।

সম্পাদক গোলাম সারওয়ার এ দেশের পত্রিকা জগতের অনেক নব নব ধারার সৃষ্টি করেছেন। উপরন্তু তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে যখন বুদ্ধিজীবীদের অনেকে কোনপক্ষ নেবেÑ সেই চিন্তায় দ্বিধায়, গোলাম সারওয়ার তখন অন্য কিছু আর ভাবেননি, দেশকে শত্রুমুক্ত করার লড়াইকেই কর্তব্য মনে করেছিলেন।

সে-ই বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার, সে-ই সম্পাদক গোলাম সারওয়ার আজ চলে গেলেন না ফেরার দেশে। দেশ এবং দেশের সাংবাদিকতা জগত আপনাকে মনে রাখবে বহুকাল।

গোলাম সারওয়ার ভাই আমারও সম্পাদক। ‘আমারও’ বললাম এই কারণে যে, আমি ওনার সম্পাদিত ‘যুগান্তর’ এ দুই মাস ইন্টার্নি করার সুযোগ পেয়েছিলাম। সেটিই আমার সাংবাদিকতা জীবনের প্রথম কোনো হাউসে কাজ করার মাঠ-অভিজ্ঞতা। সেটি যুগান্তরের একেবারে শুরুর দিকে।

পরিচিতি: বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়