শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন লঙ্ঘন করায় ইউনাইটেড এয়ারকে সতর্ক করেছে বিএসইসি

ফয়সাল মেহেদী: যথা সময়ে আর্থিক প্রতিবেদন দাখিল না করে আইন লঙ্ঘন করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড। এ কারণে মঙ্গলবার, ১৪ আগস্ট অনুষ্ঠিত ৬৫৫তম কমিশন সভায় কোম্পানিটিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি ৩০ জুন ২০১৫, ২০১৬ অর্থবছরের নিরীক্ষা হিসাব; ৩০ সেপ্টেম্বর ২০১৬ সময়ের প্রথম প্রান্তিকের, ৩১ ডিসেম্বর ২০১৬ সময়ের অর্ধবার্ষিকের এবং ৩১ মার্চ ২০১৬ ও ৩১ মার্চ ২০১৭ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আইন অনুযায়ী যথাসময়ে কমিশনে জমা দেয়নি। এতে সিকিউরিটিজ আইন ভঙ্গ হওয়ায় কমিশন কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, এর আগে সম্প্রতি ইনসাইডার ট্রেডিংয়ের দায়ে ইউনাইটেড এয়ারওয়েজের ৭ পরিচালককে ১০ লাখ টাকা করে এবং খন্দকার তাসলিমা চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

এদিকে এক সময় লাভে থাকা ভ্রমণ ও অবকাশ খাতের এই বিমান কোম্পানিটি এখন লোকসানে বিধ্বস্ত। ধারাবাহিক লোকসান করায় বর্তমানে ৪ টাকারও কমে মিলছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের মালিকানা। গত দুই বছরের মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ারদর ৮ টাকার উপরে ওঠেনি। চরম অস্তিত্ব সংকটে পড়া ইউনাইটেড এয়ারওয়েজ এখন শুধু নামেই টিকে আছে। চলতি অর্থবছরের সর্বশেষ প্রকাশিত প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর’ ১৭) লোকসান দাঁড়িয়েছে ২৮ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৪ টাকা।

তথ্যমতে, বেশি দামে উড়োজাহাজ কেনার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে। নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছেও ইউনাইটেড এয়ারের শত কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে প্রতিষ্ঠানটির বড় অংকের খেলাপি ঋণ রয়েছে।

সম্প্রতি বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান প্রায় তিন বছর ধরে ভারতের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পড়ে আছে। সেটি ফেরত না আনায় ইউনাইটেড এয়ারের কাছে ভারতের পাওয়া দাঁড়িয়েছে ৬০ লাখ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়