শিরোনাম

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৩:২৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইন টাওয়ার ধংসের কারণে ক্যান্সার আক্রান্তদের জন্য ৭ বিলিয়ন ডলার অর্থসাহায্য

কায়কোবাদ মিলন: যুক্তরাষ্ট্রের ৯/১১ এর সঙ্গে কোনভাবে যুক্ততার কারণে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে। ওই সময় কেউ যদি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে থাকেন,ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিচ্ছন্ন করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হন তাহলে তার জন্যও ক্ষতিপূরণের ব্যবস্থা থাকছে।ওয়াল্ড ট্রেড সেন্টারে আক্রমনের পর সেখান থেকে যারা নিয়মিত যাতায়াত করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারাও ক্ষতিপূরণ পাবেন। এই পথে তারা যদি স্কুলে যাওয়ার জন্যও যাতায়াত করে থাকে তারা ক্ষতিপূরণের আওতায় আসবে। তাদের যদি ক্যান্সার শনাক্ত হয় অথবা শ্বাস প্রশ্বাসের সমস্যা চিন্থিত হয় তাদের জন্যই এই আয়োজন।

উল্লেখিত রোগীদের যাবতীয় কষ্ট বা চিকিৎসার জন্য টাকা দেয়া হবে। ৯/১১ এর কারণে যারা ভুগছেন তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৭ বিলিয়ন ডলার। রোগীদের এজন্য যোগাযোগ করতে হবে বোরি ল অফিসের সঙ্গে। উল্লেখ্য শহরতলীতে বসবাস করেন বিশেষ করে কিম্বা লোয়ার ম্যানহাটানে বসবাস করেন তাদের মধ্যে বেশ কিছু ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন ধরনের কিছু ক্যান্সার শনাক্ত হয়েছে কেননা টুইন টাওয়ারের সামনে দিয়েই তাদের চলাচল ছিল বাধ্যতামূলক।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর কিম্বা পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় অনেকেরই ধূলি ছিল নিত্যসঙ্গি। তাদের মধ্যে অনেকে ক্যান্সারসহ নানা দূরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তাদেরও ক্ষতিপূরনের আওতায় আনা হবে।জানা গেছে প্রতিদিনই এ জাতীয় রোগী শনাক্ত হচ্ছে। অনেক ভুক্তভোগীই হয়ত দেরি করে ফেলেছেন।কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। ভুক্তভোগিকে তালিকাভূক্ত বোেিহতে হবে এবং তালিকাভ’ক্তির প্রমাণাদি রাখতে হবে। বোরি ল অফিসের ২০ বছরের অভিগতি যেমন রয়েছে তেমনি তাদের রয়েছে দক্ষ এটর্ণি। তারাই সংশ্লিষ্ট ব্যক্তিতে সহায়তা দেবে। বোরি ল অফিস

  • সর্বশেষ
  • জনপ্রিয়