শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য যুদ্ধের ডামাডোলে চিনি ছেড়ে সয়াবিন চাষে মন দিয়েছে ব্রাজিলের কৃষকেরা

নূর মাজিদ : দ্রতগতিতে চিনির পরিবর্তে সয়াবিন চাষে মনযোগী হচ্ছেন ব্রাজিলের বড় বড় কৃষি খামারের মালিকেরা। বিশেষ করে, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের ফলে চীনের যে বিপুল পরিমাণ সয়াবইন চাহিদা রয়েছে সেখানে ব্রাজিলের জন্য সৃষ্টি হয়েছে অন্যন্য সুযোগ। যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানিতে শুল্কারোপের পাশাপাশি ব্রাজিলের সয়াবিন শস্য ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে চীন।ফলে ভবিষ্যৎ মুনাফার হাতছানিকে মাথায় রেখেই সয়াবিন চাষে অধিক বিনিয়োগ করছেন ব্রাজিলের চাষিরা।

এমনই একজন ব্রাজিলিয়ান খামারি গুস্তাভো লোপেজ। তিনি তার ৪ হাজার একর কৃষিজমির ১৬০০ একরে ইতোমধ্যেই সয়াবিন চাষ শুরু করেছেন এবং ধীরে ধীরে তার আখ উৎপাদনের জমির পরিমাণ কমিয়ে আনছেন। এই বিষয়ে বাড়তি প্রণোদনা যোগাচ্ছে চীনা ক্রেতারা। চলতি বৎসর তারা ব্রাজিলিয়ান সয়াবিন চাষিদের শস্য অগ্রিম দাম দিয়ে কিনছেন। চীনের এমন চাহিদায় খুবই লাভবান হচ্ছে ব্রাজিলের কৃষিখাত। চলতি বছর গুস্তাভো লোপেজের মতো খামারিরা তাদের শস্যের সর্বোচ্চ দাম পেয়েছেন।

শুধুমাত্র বিগত ২ বছরেই চীনের চাহিদার কারণে ব্রাজিলের সয়া শস্য উৎপাদনের জমির পরিমাণ ২০ লাখ হেক্টর বৃদ্ধি পেয়েছে। একই সময় দেশটির চিনি/আখ উৎপাদনের জমির পরিমাণ কমেছে ৪ লাখ হেক্টর। বিশ্ব বাজারের অন্যতম বৃহৎ ভোক্তা চীনের চাহিদা পূরণে বিপুল পরিমাণ মাংস উৎপাদন করতে হয়। শুধুমাত্র গত বছরেই ৫ কোটি ৩৮ লাখ টন সয়াবিন আমদানি করে এশিয়ার এই অর্থনৈতিক শক্তিটি। পশুখাদ্য হিসেবে আমদানিকৃত সয়া শস্যের জন্য এসময় দেশটি ২ হাজার কোটি ডলার ব্যয় করে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়