শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-সিগারেটে ধূমপান আরো ক্ষতিকর

 

ইফ্ফাত আরা: ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) ধূমপানও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দেখা গেছে। এটি ফুসফুসের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে থাকে। এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে বলে গবেষকরা জানিয়েছেন।

এদিকে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের জনস্বাস্থ্য সংস্থ্যা থেকে ধূমপান পরিত্যাগের জন্য ই-সিগারেট ব্যবহারের পরামর্শ দিয়েছিলো। তারা বলেন, তামাক সিগারেটের থেকে এটি স্বাস্থ্যের জন্য অন্তত কম ক্ষতিকর। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড্যাভিড থিকেট একটি ছোট পরীক্ষামূলক গবেষণা অনলাইন জার্নাল থোরাক্সে প্রকাশ করেন। তারা তাদের পূর্ববর্তী গবেষণায় ভ্যাপ নয় বরং ই-সিগারেটের তরল পদার্থের উপর ভিত্তি করে গবেষণা করেন। তাই এটিকে কম ক্ষতিকর বলে মনে করা হয়েছিলো। এখনকার গবেষণায় গবেষকরা আটজন অ-ধূমপায়ীকে নিয়ে একটি পরীক্ষা চালান। ভ্যাপ ব্যবহারের ফলে তাদের ফুসফুসে কোনো প্রকার সমস্যা হয় কী না বের করতে যেয়ে গবেষকরা দেখেন, ই-সিগারেট ব্যবহারের ফলে এটি ব্যাকটেরিয়া, অ্যালার্জি ও যে সকল ধূলিকণা ক্ষতিকর হতে পারে সেসকল কিছু প্রতিরোধ করার জন্য যে সমস্ত উপাাদান দেহে থাকে তা প্রতিরোধের ক্ষমতা নষ্ট করে দেয়।

ড্যাভিড থিকেট আরও বলেন, সাধারণত ধূমপানের ফলে ক্যান্সার জনিত রোগ হয়। ই-সিগারেট ধূমপানে ক্যান্সার না হলেও টানা ২০ বা ৩০ বছর ভ্যাপ ব্যবহারের ফলে দীর্ঘস্থায়ী প্রতিরোধকারী পালমোনারি রোগের সৃষ্টি করতে পারে। ইংল্যান্ডে জনস্বাস্থ্যের তামাক নিরাপত্তা প্রধান মার্টিন ডকরেল বলেন, ‘ই-সিগারেট শতভাগ ঝুঁকিমুক্ত না হলেও এটি তামাক ধূমপানের থেকে কম ক্ষতিকর। তবে ই-সিগারেট ধূমপায়ীসহ সকল ধূমপায়ীকেই ধূমপান ত্যাগ করা উচিত। ইন্ডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়