শিরোনাম

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরে জিজ্ঞাসাবাদের সময় কি নবী সা. এর আকৃতি প্রদর্শন করা হবে ?

সাইদুর রহমান : অনেকের ধারণা, কবরে যখন মুনকার-নাকির জিজ্ঞাসাবদ করবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করার সময় সরাসরি নবিজীকে দেখিয়ে বা নবীজীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে। এ ধারণা নিতান্তই গোমরাহি এবং বানোয়াট। তাদের এ ধারণা ভিত্তিহীন।

কুরআন-হাদীসের কোথাও এমন কথা উল্লেখ নেই। ফলে হাদীস বিশারদগণ নবিজীকে দেখানোর কথা প্রত্যাখ্যান করেছেন। ইবনে হাজার আসকালানী রাহ. বলেন-কোনো সহীহ বর্ণনায় একথা উল্লেখ হয়নি। -মাজমূআতুর রাসায়িলিল মুনিরিয়্যাহ খ. ৪ (ফাতাওয়া ইবনে হাজার আসকালানী), পৃ. ৪১; শরহুস সুদূর, সুয়ূতী রাহ. পৃ. ১৪৫

এ সংক্রান্ত বর্ণনার (এই ব্যক্তি) শব্দ থেকে কেউ কেউ যদিও বলতে চেয়েছেন যে, নবিজীকে দেখানো হবে- কিন্তু তাদের কথা সহীহ নয়। কারণ, সহীহ বুখারীর বর্ণনায় (হাদীস ১৩৩৮) রয়েছে- এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তোমার কী বিশ্বাস ছিল?

তাকমিলা ফাতহুল মুলহিমে এসেছে , সুওয়াল-জওয়াবের সময় নবীজীর ছবি দেখানো বিষয়ে যে কথা সমাজে প্রচলিত আছে তা দলীলসিদ্ধ নয়। -তাকমিলা ফাতহুল মুলহিম খ. ৬, পৃ. ২৪১

  • সর্বশেষ
  • জনপ্রিয়