শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারামারির ঘটনায় বেন স্টোকস নির্দোষ

স্পোর্টস ডেস্ক: মারামারির ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বেন স্টোকস। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা শুনানি শেষে এই রায় দিয়েছে ব্রিস্টল ক্রাউন কোর্ট। রায়ে নির্দোষ ঘোষণা করা হয়েছে ইংলিশ অলরাউন্ডারের বিরুদ্ধে মামলার বিবাদী রায়ান আলিকেও।
গত শুক্রবার আদালতের শুনানিতে স্টোকস বলেছিলেন, ঘটনার সবকিছু তার স্মরণে নাই, তবে মোটেই নিজেকে নিয়ন্ত্রণ না করার মতো অবস্থায় ছিলেন না।

ট্রাইব্যুনালে শুনানির শুরুতে প্রসিকিউশন অভিযুক্তদের সংশোধনের চেষ্টা করেন এবং বিবাদীরা স্টোকসকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। কিন্তু বিচারক দু’পক্ষকের দাবিই প্রত্যাখ্যান করেন। শুনারির মাঝপথে স্টোকসের আইনজীবীরা বিবাদীদের বিরুদ্ধে মামলা করার কথা বললে বিচারক তাদের দাবিকেও প্রত্যাখ্যান করেন। শেষে দুপক্ষকেই নির্দোষ ঘোষণা করে আদালত।

গত সেপ্টেম্বরে একটি বারে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। পরে তাকে আটকও করা হয়। জামিনে মুক্তি পেলেও অ্যাশেজের দলে জায়গা হারান তিনি। অ্যাশেজ শেষে খেলতে পারেননি জন্মভূমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও।

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলে থাকলেও আদালতে হাজিরার কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। লর্ডসে সেই টেস্টে কোহলিদের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

স্টোকসকে রাখা হয়নি শনিবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও। এ বিষয়ে এক বিবৃতিতে ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, মামলার রায়ের পরই স্টোকসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন সেদিন ব্যাড বয়ের হাতে নিগৃহীত সাবেক সেনাকর্মী। ব্রিস্টলের ক্রাউন কোর্টে এই মামলার চতুর্থ দিনের শুনানিতে রায়ান হেল নামের সেই সাবেক সেনা জানিয়েছিলেন, স্টোকস তাকে খুনও করতে পারতেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্টোকসের মারে রায়ান আলি ও রায়ান হেল, দু’জনেই অচৈতন্য হয়ে গিয়েছিলেন। সেটা সিসিটিভি ফুটেজ দেখে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে।

স্টোকস অবশ্য তখন দাবি করেন, এক সমকামী প্রেমিক যুগলকে হেনস্থা করছিলেন সেই সেনাকর্মী। তাই তিনি মেজাজ হারিয়ে এই কাজ করেছিলেন। যদিও নাইটক্লাবের পাবে দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেটও চেপে ধরেছিলেন বলে স্টোকসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়