শিরোনাম

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

সাইদুর রহমান : তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে এবার এফ-৩৫ বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক বাজেটে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজেট ঘোষণায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে প্রতিরক্ষা বিভাগকে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে তুরস্কের কাছে কমপক্ষে ৯০ দিনের জন্য বড় ধরনের সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।

সোমবার স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা বাজেটে বলা হয়েছে কমপক্ষে ৯০ দিনের জন্য তুরস্কের কাছে এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান বিক্রি বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। একই সময়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান অবস্থান সম্পর্কে কংগ্রেসের কাছে প্রতিবেদন দিতে প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত তুরস্কের কাছে বড় ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করা যাবে না।

মার্কিন খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রো ব্রুনসনকে গ্রেফতার করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে টানাপোড়েন অনেক জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে তুরস্কের ওপর বেশ কিছু বিধি-নিষেধও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়