শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বিদ্যুতের আলোয় জ্বলে উঠলো ১৪০০ পরিবার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ১৪০০টি পরিবার বিদ্যুতের আলোয় জ্বলে উঠলো।

মঙ্গলবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার কচুয়াপাড়া, বারোকোনা আদিবাসী পাড়া, দলাই কোটা হাজীপাড়া, হরিরামপুরের খামার হোসেনপুর, মধ্যপাড়া কলেজপাড়া, নয়াপাড়া, বালুপাড়া, মৌলভীরডাঙ্গা, কোটালপাড়া, পাটিকাঘাট, পলাশবাড়ীর মন্ডলপাড়া ও কালিকাপুর টুকুরপাড়াসহ ২০ গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন ও পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান প্রমুখ।
পার্বতীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মজিবুল হক জানান, বিদুৎ বিভাগের মহা পরিকল্পনার আওতায় পার্বতীপুরের ১০ইউনিয়ন ও এক পৌরসভায় বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ লাইনের ১২০ ফুটের আওতায় গ্রাহকরা সংযোগের আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সংযোগ দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সংযোগের নামে যাতে টাউট, দালাল, বাটপার ও প্রতারকদের কোন উৎকোচ না দেয় সে জন্য পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। সেই সাথে স্কুল-কলেজ মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা সভা করা হয়েছে। মসজিদের ঈমামদের চিঠি দেওয়া হয়েছে জন সচেতনতা সৃষ্টির জন্য। ২০১৪ সাল পর্যন্ত কোন গ্রাহকের আবেদন আর পড়ে নেই তার অফিসে।

আমি এখানে আসার পর ১৮ মাসে ২০ হাজার বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ২০১৮ সালের মধ্যে ৯০ভাগ এবং ২১সালের মধ্যে ১০০ ভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে গোটা পার্বতীপুর উপজেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়