শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, আহত ৪ গ্রেফতার ৫

মাসুদ আলম : রাজধানীর কদমতলী থানা এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ- ডাকাতসহ ৪ জন আহত হয়েছে। এসময় পুলিশ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১২টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল বলেন, সোমবার গভীর রাতে কদমতলীর বুড়িগঙ্গা নদীর পূর্বপার্শ্বে ধলেশ্বর ঘাট সংলগ্ন দক্ষিণ পাশে মেহগনি গাছের বাগানের কাছাকাছি টহল দিচ্ছিল পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতিরটের পেয়ে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতারি গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শাহীন ও মাসুম নামের ডাকাত দলের দুই গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশের এএসআই আইয়ূব ও কনস্টেবল হাফিজ আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মো. শাহীন (২১) ও মো. মাসুম (২০), মোঃ হেলাল (২১), মোঃ সজিব হোসেন (২৩) ও মোঃ লিটনকে গ্রেফতার করে।তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আহত ডাকাতদের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তাদের পায়ে গুলি লাগে। তাদের কাছ থেকে ১২টি ককটেল ও বোমা, ২টি ছোরা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার শাবল, ৪টি বিস্ফোরিত ককটেল ও বোমার অংশ বিশেষসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। তারা মোহাম্মদবাগ এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। ঘটনার দিন তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কদমতলী থানার মোহাম্মদবাগ মেরাজনগর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়