শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে : অধ্যাপক আবু সাইয়িদ

মো. ইউসুফ আলী বাচ্চু : বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে বলে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যারা এই হত্যাকাণ্ডের পরিবেশ তৈরি করেছে, যারা খুনীদের ছত্রছায়া দিয়েছে। জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশ গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী, ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটানোর আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, ব্যাংকলুট, হত্যা, ধর্ষণসহ অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে বিশ্বকে দেখানো হয়েছে বঙ্গবন্ধু দেশ চালাতে অক্ষম। এ সকল ষড়যন্ত্রের সাথে জড়িত যারা তাদেরকে চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করে জাতির সামনে তুলে ধরার দাবি জানান।

আমরা জাতি হিসেবে আমাদের অধিকার রয়েছে সামনে পিছনের সব ঘটনা জানার। সারা বিশ্বে জাতীয় নেতা বা জাতির জনকের হত্যাকাণ্ডের পরে তদন্ত কমিশন গঠন হয়েছে এবং জাতীয় ভাবে ষড়যন্ত্রকারীদের জাতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক জেনারেল(অব:) আবদুর রশিদ বলেন, ১৫ আগস্ট কেন জন্ম হয়েছিল ? বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা ছিল একটি বিস্ময় । ৭১ পরাজিত শক্তি যারা তারা বুজতে পেরেছিল বঙ্গবন্ধু কে হত্যাকরা ছাড়া তাদের কোন উপায় নাই। তাই এ হত্যাকাণ্ড ছিল দেশি বিদেশি চক্রান্তের ফল।

তিনি বলেন, বারবার দেশের ওপর ধাক্কা এসেছে ২১ আগস্ট তারই ধারাবাহিকতা এবং শেখ হাসিনাকে ষড়যন্ত্রকারীরা হত্যা করতে চেয়েছে। আমাদের চেষ্টা থাকবে জাতির সামনে সব তথ্য উপস্থাপন করা। বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত তাদের ধরতে পারলে সমস্যা অনেক সমাধান হবে।

বঙ্গবন্ধুকে যথন হত্যা করা হল রাষ্ট্রের সকল দায়িত্বশীল ব্যাক্তিরা চুপ ছিল, কেন চুপ ছিল? তারা তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ছিলে। কিন্তু তারা কোন প্রতিবাদ করেনি কারণ তারা দেশের প্রতি আনুগত্য ছিল না। ৭৫ সালের পরে কারা ঘাতকদের আশ্রয়, প্রশ্রয় দিয়েছিল তাদের তখনকার রাজনীতি, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে জাতির কাছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক বলেন, চক্রান্ত, ষড়যন্ত্র শুধু বঙ্গবন্ধু একার সাথে হয়নি, স্বাধীনতার বিরুদ্ধে ও হয়েছে। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত যেসকল খুনি এখনও পালিয়ে আছে তাদের এনে বিচার করতে হবে। এবং বঙ্গবন্ধু হত্যার সামনে, পিছনে কারা ছিল তাদেরকে দেশের জনগণের সাথে পরিচয় করাতে হবে। সাধারণ মানুষের অধীকার আছে একজন বিশ্বনেতাকে কিভাবে হত্যা করা হয়েছে তা জানার।

প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, শুধুমাত্র খুনি হিসাবে জিয়াউর রহমানের বিচার শুরু করলেই সব তথ্য বেরিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়