শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পর্যটন বিকাশে অপার সম্ভাবনা

জাফরুল অালম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মহিবুল হক বলেন, বাংলাদেশে রয়েছে পর্যটন বিকাশের অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগালেই অামরা এ খাতকে শক্তিশালী করতে পারবো।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) অায়োজিত ট্যুরিজম ফেলোশীপ ২০১৮ সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পর্যটনে এদেশের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকার পরেও নানা কারণে অামরা এগোতে পারি না। এখানে ২৫ ভাগ জিডিবির অায় করার সুযোগ থাকলেও অামরা তা পারি না। সঠিক পদক্ষেপ নিলে অামরা অবশ্যই দেশকে সম্ভাবনার জায়গায় নিতে পারবো।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশ থেকে কী পরিমাণ পর্যটক এদেশে অাসে। তা অামাদের জানা নেই। এই তথ্যগুলো জানার জন্য সাংবাদিকদের উদ্যোগ নেয়ার অাহ্বান জানান তিনি। সচিব অারও বলেন, অামাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে; যা বিশ্ববাসীকে অাকৃষ্ট করবে। কিন্তু সেটা যদি মানুষ না জানে। তাহলে তো অজানাই থেকে গেলো। এ ক্ষেত্রে একমাত্র মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, টাকা অামাদের সমস্যা নেই। সমস্যা হলো উদ্যোগ। ব্যবসা করবেন অাপনারা। সরকার শুধু সহযোগিতা করবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বছরের কর্ম পরিকল্পনার বাহিরে অামরা অারো বেশি উদ্যোগ নিব। সরকারের পক্ষ থেকে অামরা যা করার করে যাবো। সবার মতামত নিয়েই সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এগিয়ে যাবো।

অনুষ্ঠানে পর্যটন বিকাশে অবদানের জন্য দশ জন সাংবাদকর্মীকে সনদ প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছে বিটিভি, বাংলাভিশন, সময়, মোহনা ও ইউএনবি। অার প্রিন্ট মিডিয়ার মধ্যে কালের কণ্ঠ, ইত্তেফাক, ভোরের ডাক, সমকাল ও অামাদের সময়।

সংগঠনের সভাপতি নাদিরা কিরণের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল অালম, সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম অানোয়ার, অাক্তার অাহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়