শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সৃষ্টিকর্তাও বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরিকল্পনাকারী জিয়াকে ক্ষমা করবে না’

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যায় জড়িত ১১ ঘাতককে পুনর্বাসিত করেছিলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মাত্র পাঁচ মাসের মধ্যে ওইসব ঘৃণতম খুনীদের বিভিন্ন কূটনৈতিক পদমর্যাদায় বিদেশে বাংলাদেশী দূতাবাসগুলোতে নিয়োগ দেয়া হয়।

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আরও বলেন, জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধুর অন্যান্য খুনীদের ন্যায় তারও বিচার করা হতো। এখন তার (জিয়া) বিচার আল্লাহতায়ালার ওপর ছেড়ে দিয়েছি। ইনশআল্লাহ সৃষ্টিকর্তাও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পরিকল্পনাকারী জিয়াকে ক্ষমা করবেনা।

জেলার উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার বিকেল থেকে শুরু হওয়ায় শোক দিবসের আলোচনা চলে মধ্যরাত পর্যন্ত। সভায় শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, যুবলীগ নেতা শাওন বালী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল স্পীকার তালুকদার মোঃ ইউনুস ইতিহাসের আলোকে আরও বলেন, জিয়াউর রহমান ঘাতকদের মধ্যে সর্বপ্রথম মেজর (বরখাস্ত) বজলুল হুদাকে ১৯৭৬ সালের ৫ জুন ইসলামাবাদের হাইকমিশনের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

এরপর ৮ জুন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এসএইচএমবি নূর চৌধুরীকে তেহরান দূতাবাসের দ্বিতীয় সচিব ও ১৪ জুন লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানকে জাকার্তা দূতাবাসের একই পদে নিয়োগ দেয়। তারই ধারাবাহিকতায় ২ জুলাই লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) একেএম মহিউদ্দিন আহমেদকে আলজিয়ার্স দূতাবাসের দ্বিতীয় সচিব, ৫ জুলাই ক্যাপ্টেন (বরখাস্ত) আবুধাবি দূতাবাসের তৃতীয় সচিব, ৭ জুলাই মেজর (বরখাস্ত) খায়রুজ্জামানকে কায়রো দূতাবাসের তৃতীয় সচিব, ৮ জুলাই লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মোহাম্মাদ আব্দুল আজিজ পাশাকে বুয়েন্স আয়ার্স দূতাবাসের প্রথম সচিব, ১৫ জুলাই মেজর (বরখাস্ত) আহমেদ শরফুল হোসেনকে কুয়েত দূতাবাসের দ্বিতীয় সচিব ও ২৬ জুলাই ক্যাপ্টেন (বরখাস্ত) নাজমুল হোসাইন আনসারিকে অটোয়া হাইকমিশনের তৃতীয় সচিব পদে নিয়োগ দেয়া হয়। এছাড়া ২ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) এএম রাশেদ চৌধুরীকে জেদ্দা কন্স্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিব এবং ২৫ সেপ্টেম্বর মেজর (অব.) শরীফুল হক ডালিমকে বেইজিং দূতাবাসের প্রথম সচিব হিসেবে নিয়োগ দেয় জিয়উর রহমান।

অপরদিকে মঙ্গলবার সকাল দশটায় জেলার গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও এ্যাডভোকেট সাহিদা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়