শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের সম-সম্পত্তি দেয়ার অঙ্গীকার তিউনিসিয়া প্রেসিডেন্টের

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সেইড এসেবসি বলেছেন, নারী ও পুরুষের সমান সম্পত্তির বিষয়ে দেশটির সংসদে একটি বিল প্রস্তাব করবেন তিনি। সোমবার তিউনিসিয়ার নারী দিবসে দেয়া এক বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরো বলেন, সম-অধিকারের মধ্যে অবশ্যই সম-সম্পত্তি রয়েছে, যা আইন দ্বারা প্রসিদ্ধ হওয়া প্রয়োজন। এসময় স্বাধীনতাত্তোর সময়ে নারীদের যে বিপ্লব সে সম্পর্কে পঞ্চাশের দশকের উদাহরণ টেনে বলেন, সেইসময় থেকে বহুবিবাহ বিলুপ্ত করা হয় একইসাথে গর্ভপাতকে বৈধ করা হয়। যারমধ্য দিয়ে নারীদের স্বাধীনতা অনেকটাই প্রসারিত হয়েছে বলেও জানান। তবে তিনি আরো বলেন, সেই ১৯৫৬ সাল থেকে এ বিষয়গুলো নিয়ে অসংবিধান করে দেওয়া উচিত ছিল, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সংবিধান রচিত হয়নি। আলজাজিরার ওই প্রতিবেদনটিতে বলা হয়, দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় নারীদের সম্পত্তির বিষয়টিও ইসলামি আইনে পরিচালিত হয়, যেখানে ইসলামি আইন অনুযায়ী পৈত্রিক সম্পত্তির মধ্যে ছেলে সন্তানের প্রাপ্য সম্পত্তির অর্ধেক মেয়ে সন্তানদের দেওয়া হয়।

এর আগে ব্যক্তি স্বাধীনতা,এবং লিঙ্গ সমতাকে প্রাধান্য দেয়ার জন্য ২০১৭ সালে দেশটির প্রেসিডেন্ট সেইড কর্তৃক ‘কোবাইল’ (ইনডিভিজ্যুয়াল ফ্রিডমস এন্ড ইক্যুয়ালিটি কমিটি) নামে একটি সংগঠন গঠিত হয়। গত জুনে এ কমিটির একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে কয়েকটি ব্যক্তি স্বাধীনতা এবং লিঙ্গ সমতা শীর্ষক ইস্যুকে তুলে ধরা হয়। যার মধ্যে দিয়ে উঠে আসে, দেশটিতে রক্ষণশীলতা অনেকাংশেই লিঙ্গ সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলোর সাথে  সংশ্লিষ্ট। আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়