শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইঘুর মুসলিমদের নিয়ে অভিযোগ নাকচ চীনের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: সম্প্রতি চীন ১০ লাখ উইঘুর মুসলমানকে গোপন ক্যাম্পে আটকে রেখেছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্যানেল অভিযোগ করেছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য নির্মূল কমিটির পক্ষ জানানো অভিযোগটি সর্ম্পূণ অস্বীকার করেছে চীন।

হু লিয়ানহে নামে চীন সরকারের এক ঊধ্বতন কর্মকর্তা পুরো বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন|লিয়ানহে বলেন, নিয়মবহির্ভূত কোনোধরণের আটক এমনকি ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসের ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হচ্ছেনা বলে জানান তিনি।

বিভিন্ন শিক্ষা কেন্দ্রে এ সম্প্রদায়কে ধরে নিয়ে ধর্মীয় বা রাজনৈতিক শিক্ষা দেওয়া হয়না বলেও জানান তিনি। তিনি আরো বলেন, অসুস্থ কোনো চিকিৎসা কিংবা আটক করে রেখে দেয়ার মত বিষয় ঘটেনি। যদিও হংকং ভিত্তিক একটি মানবাধিকার প্রতিষ্ঠান এক টুইট বার্তায় জানায়, মুসলিমদের আটক রাখা এবং নির্যাতনের বিষয়গুলো মিথ্যা নয়। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস জানিয়েছে, অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয় তাদের। এমনকি, কমিউনিস্ট পার্টির স্লোগান দিতে বাধ্য করা হয়। ঠিকমতো খাবার খেতে দেয়া হয় না এবং তাদের ওপর নির্যাতনও করার অভিযোগ ও করে সংগঠনটি।

বিগত কয়েক মাস ধরে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আটক করে রেখেছে বলে শোনা যাচ্ছিল। তবে চীন বরাবরই এ বিষয়ে কোনোধরণের মন্তব্য করেনি। স্বায়ত্বশাসিত এ প্রদেশেটির মোট জনসংখ্যার ৪৫ ভাগই উইঘুর মুসলমানরা। সিএনএন, বিবিসি, আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়