শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে কনসার্টে কাঠের সেতু ভেঙে আহতের সংখ্যা ৩ শতাধিক: কর্তৃপক্ষ

সান্দ্রা নন্দিনী: স্পেনের গালিসিয়ার ভিগো শহরে একটি ক্রীড়া ও সঙ্গীত উৎসবে কাঠের সেতু ভেঙে আহতের সংখ্যা ৩৭৭ বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা। ওই দুর্ঘটনায় আহতের মধ্যে ৯জনের অবস্থা আশংকাজনক বলেও সোমবার জানায় তারা।স্থানীয় সময় রোববার মধ্যরাতে দেশটির উত্তর-পশ্চিম উপকূলীয় শহর ভিগোতে এ ঘটনা ঘটে।

ভিগোর মেয়র আবেল ক্যাবালেরো জানান, দুর্ঘটনার সময় সমুদ্রতীরবর্তী সেতুটির ওপর দাঁড়িয়ে প্রায় কয়েক হাজার মানুষ দুইদিনব্যাপী ‘ও মারিসকুইনো’ উৎসবটি উপভোগ করছিলো। ৩০মিটার বা ৯৮ফুট লম্বা ও ১০মিটার বা ৩০ফুট প্রস্থের প্ল্যাটফর্মটি হঠাৎ করেই সমুদ্রে ভেঙে পড়ে যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ১৯৯০ সালে নির্মিত সেতুটি অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়ে। তবে, দুর্ঘটনার আসল কারণ অবশ্যই তদন্ত করে দেখা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে শতশত মানুষ হুড়োহুড়ি শুরু করে। এতে প্রচুর মানুষ আহত হয়। প্ল্যাটফর্মের নীচে কেউ চাপা পড়ে নেই বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে, পুলিশ জানায়, কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় সংবাদপত্র ‘এল ফারো ডি ভিগো’র খবরে বলা হয়, ‘ও ম্যারিসকুইনো’ নামের দুই দিনব্যাপী এই উৎসবে র‌্যাপ সঙ্গীতশিল্পী রেলস বি গান গাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগই শিশু ও কিশোর। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়