শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বঙ্গবন্ধুর ভাষণ আইয়ুব খানের শাসন বলায় তোপের মুখে অধ্যক্ষ

তপু হারুন, শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সোমবার (১৩ আগষ্ট) উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতেই ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: খলিলুর রহমান বক্তব্যে উদাহরণ টেনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আইয়ুব খানের শাসন বলে আখ্যায়িত করে বক্তব্য দেন এবং ভাষণের সাথে শাসনেরও নিশ্চিয়তার জন্যে বলেন। পরক্ষণে মালঝিকান্ধা ইউপি চেয়ারম্যান নুরল ইসলাম তোতা তার বক্তব্যের নিন্দা জানিয়ে বঙ্গবন্ধুর জীবনী ও শোকদিবসের তাৎপর্য তুলে ধরে তাকে তোপের মুখে ফেলেন।

পরপরই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ,কে,এম বেলায়েত হোসেন শোকের এই মাসে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে আইয়ুব খানের শাসনের কথা উল্লেখ করায় তীব্র নিন্দা ও বক্তব্য তুলে নেওয়ার জন্যে বলেন। সভার সভাপতি তোপের মুখে অধ্যক্ষ খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই কথা বলার জন্যে দু:খ প্রকাশ করেন।

উপজেলায় পবিত্র ঈদ উল আযহা, ১৫ আগষ্ট শোকদিবস শান্তিপ্রিয় ভাবে পালনের লক্ষে সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করার জন্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মুক্কু, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান,ওসি বিপ্লব কুমার বিশ্বাস,সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, দৃর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম,ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন,আইয়ুব আলী ফর্সা, নুরুল আমিন দোলা,জেলা পরিষধের সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, জাসদ সভাপতি মিজানুর রহমান,যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ,যুগ্ন আহবায়ক শাহ আলম সাংবাদিক এম মোকাদ্দেস আলী ও গোলাম রব্বানী-টিটু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়