শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রেষ্ঠ ওসি চকরিয়া থানার বখতিয়ার

ডেস্ক রিপোর্ট : পুলিশের চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মো.

বখতিয়ার উদ্দিন চৌধুরী। মাদক জব্দ, অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে ওই

পুরস্কার দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অধীনে রয়েছে ১০৯ থানা।

গতকাল সোমবার রেঞ্জের অপরাধ দমন বিষয়ক মাসিক সভায় চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ওসি বখতিয়ার একজন পরিশ্রমী ও চৌকস পুলিশ অফিসার। তাঁর কাজের মূল্যায়নের অংশ হিসেবে এই সম্মাননা পাওয়ায় আমিও আনন্দিত।’

ওসি বখতিয়ার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন ও চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামের দিকনির্দেশনা এবং থানার সকল অফিসার ও ফোর্সসহ সর্বোপরি চকরিয়ার আপামর জনসাধারণের আন্তরিক সহযোগিতায় আমার এই অর্জন।’
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়