শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার যে ১৫ টি ভুল আচরণে প্রিয় মানুষটি চলে যাচ্ছেন দূরে

ডেস্কি রিপোর্ট : সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে। এর মাঝ দিয়েই তো আমাদের বেঁচে থাকা। দিন যাপনের আয়োজনে প্রায়ই তিল তিল করে প্রিয় মানুষটি সরে যেতে শুরু করে দূরে। সেই প্রিয় মানুষ হতে পারে স্বামী কিংবা স্ত্রী, হতে পারে প্রেমিকা কিংবা প্রেমিকা। সেই দূরত্ব আমাদের ভোগায়, কষ্ট দেয়। দূরত্ব বাড়তে বাড়তে এক সময়ে হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন, কেন শেষ হয়ে যায় এত আপন সম্পর্কটি? এক কালের ভালোবাসার মানুষটি কেন আজ অন্য ভুবনের বাসিন্দা?

উত্তর লুকিয়ে আছে আপনার মাঝেই। উত্তর লুকিয়ে আছে আপনার আচরণের মাঝেই। চলুন, জেনে নিই সেই অলক্ষ্যে রয়ে যাওয়া কথাগুলো।

১। আপনার কাছে সময় নেই। আপনি সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত আর আত্মকেন্দ্রিক। প্রিয় মানুষটিকে তখনই ডাকেন যখন আপনার ইচ্ছে। এমন হলে তো সম্পর্ক ভাঙবেই!

২। আপনার প্রিয় মানুষটি আপনার পেছনে খরচ করেন, আপনি কখনোই না। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তাঁকে আপনার প্রয়োজন কেবল টাকার জন্যেই। এমন হলে এক সময়ে সম্পর্কে ভাঙন আসেই।

৩। আপনি তাঁকে শারীরিক বা মানসিক নির্যাতন করেন নানান কৌশলে। কখনো কখনো নিজের অজান্তেই।

৪। আপনি অলস, আগোছালো ও নোংরা। এমন একজন মানুষকে কেউই দীর্ঘদিন ভালবাসতে পারে না।

৫। জীবন সম্পর্কে আপনি একটুও সচেতন নন। জীবন নিয়ে আপনার কোন গোছানো পরিকল্পনা নেই, ভবিষ্যৎ নিয়ে আপনার কোন ভাবনা নেই, জীবনের কোন লক্ষ্য নেই। মোটকথা বয়সের সাথে সাথে আপনার ম্যাচিউরিটি বাড়ে নি।

৬। আপনি বিয়ের জন্য মানসিক চাপ প্রয়োগ করছেন।

৭। আপনি নানান ভাবে তাঁকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। করে নিজের দোষ ঢাকেন বা বাড়তি সুবিধা আদায় করেন।

৮। আপনি অতিরিক্ত রাগী। নিজের রাগের ওপরে আপনার নিয়ন্ত্রণ নেই।

৯। আপনি প্রায়ই এমন কিছু বলেন বা করেন যাতে প্রিয় মানুষটিকে অপমান করা হয়। আপনি তাঁকে খোঁটা দিয়ে কথা বলেন, তাঁকে ছোট করার চেষ্টা করেন।

১০। আপনি তাঁর প্রশংসা করেন না। তিনি আপনার জন্য যা যা করছে সেটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন না। তাঁর প্রায়ই নিজেকে অবহেলিত মনে হয়।

১১। আপনি অতিরিক্ত নারীবাদি বা পুরুষবাদি। এতটাই বেশি যে সেটা আপনার সম্পর্কের ওপরে প্রভাব ফেলছে, যুক্তিতর্ককে আপনারা সম্পর্কের বাইরে রাখতে পারছেন না।

১২। আপনার ইগো এবং আদর্শের সাথে তাঁর মতামতের সংঘাত।

১৩। আপনাদের সম্পর্কে এখন আর কোন সুন্দর মুহূর্ত উপস্থিত নেই। যা আছে তা কেবলই সমস্যা ও ঝগড়া।

১৪। আপনার পরিবারের আচরণে তিনি তিক্ত-বিরক্ত বা ব্যথিত। এবং আপনাকে পাশে না পেয়ে তিনি হতাশ।

১৫। অন্য নারী বা পুরুষদের সাথে আপনার ফ্লার্টিং।

কেবল এগুলোই নয়, সম্পর্ক ভাঙার জন্যে দায়ী আরও হাজারো কারণ। সম্পর্ক থেকে সম্পর্কে কারণগুলো ভিন্ন। তবে এই কারণগুলিও নারী-পুরুষ নির্বিশেষে সত্য বৈকি।
সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়