শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে আবিষ্কার করলাম

মাহমুদ মানজুর : গত হওয়া শেষ সন্ধ্যায় এক নতুন আড্ডায় নিজেকে আবিষ্কার করলাম। দেখলাম সবাই ফিসফাসফিস করে কথা বলছে! চেনা মুখগুলোকে অচেনা লাগলো। একে অপরের মুঠোফোনের ওপর মাথা ঝুঁকিয়ে গবেষণা করছে।

পরে খেয়াল করে দেখলাম- গবেষণার বিষয় হলো, গেল ১০ দিনে ফেসবুক ওয়ালে পোস্ট করা কোন পোস্ট (লেখা, ছবি, ভিডিও) হাইড করতে হবে, ডিলিট করতে হবে অথবা অনলি মি করে রাখতে হবে- সেই গবেষণা চলছে! সবার চোখে মুখে উৎকণ্ঠা- অপরাধীর মতো।

সেই আড্ডায় ফেসবুক ওয়াল পরিস্কারের পাশাপাশি আরও একটি সিরিয়াস পরামর্শ এলো- সেটা হলো এই ক’দিনে ইনবক্সেও যেসব গুজব-গুঞ্জন অথবা বাস্তবতার নানা লেখা, ছবি, ভিডিও আদান-প্রদান করা হয়েছে- সেগুলোও মুছে ফেলতে হবে চোখ বন্ধ করে। তা না হলে বিপদ!

কারণ, সব ফেসবুক নাকি ক্লোন হয়ে যাচ্ছে। বুকের ভেতরে-বাইরের (ফেসবুক ওয়াল-ইনবক্স) সব কথা-তথ্য চলে যাচ্ছে অন্যদের হাতে। সেসব নিয়ে চলছে গবেষণা, হচ্ছে ধরপাকড়।

সো- সব ধুয়ে-মুছে পূত-পবিত্র হয়ে যেতে হবে এখনই। নইলে- খবর আছে!

ভাবলাম, হায়রে গুজব, হায়রে হুজুগ। এই দুইটা ভাই-বোন আমাদের পিছু ছাড়ছেই না।

বলছি,

যেটা তুমি হজম করতে পারবা না, সেইটা গিলতে যাও কেন? যেইটা তুমি না, সেইটা গুজবের টানে হুজুগে পড়ে ফলাইতে যাও ক্যান?

নিজেকে সেফুদা ভাবার সুযোগ নাই। পারলে মামানামা ভাবো। ওকে?

গুজব, হুজুগ, সান্ধ্যশ্লোক, সেল্ফসেন্সর।

-ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়