শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ দিনে ২ লাখ ২২ হাজার মামলা, জরিমানা আদায় ৬ কোটি ৩০ লাখ টাকা

সুজন কৈরী : চলমান ট্রাফিক সপ্তাহের সাতদিনে সারাদেশে মোট ২ লাখ ২২ হাজার ৪৬৩টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৯৭৯ টাকা।

ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়েছে।

গত ৫ আগস্ট ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন; ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ স্লোগান নিয়ে ট্রাফিক সপ্তাহ শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ট্রাফিক সপ্তাহ গত শনিবার পর্যন্ত চলার কথা থাকলেও তা পরে আরো তিনদিন বাড়ানো হয়। অর্থাৎ এটি চলবে আজ পর্যন্ত। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারাদেশে রিজার্ভ ফোর্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাফিক আইন অমান্য ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সরকারি-বেসরকারি সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, ট্রাফিক সপ্তাহের ৯ দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় মোট ১ লাখ ৬১ হাজার ৭৮০টি যানবাহন ও লাইসেন্স না থাকায় ৬০ হাজার ৬৮৩ জন চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ সময় ৬ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৪৫০টি যানবাহন জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়