শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হু’র লক্ষ্যমাত্রা অর্জন করলে ৪ বছর আয়ূ বাড়বে ইন্ডিয়ানদের

লিহান লিমা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর লক্ষ্যমাত্রা অর্জন করলে প্রতিটি ভারতীয় নাগরিকের আয়ূ আরো ৪ বছর বৃদ্ধি পাবে। একটি গবেষণায় জানা যায়, ভারত যদি হু-নির্ধারিত বায়ূর গুণমান অর্জন করতে সক্ষম হয় তবে গড় আয়ু বাড়বে ভারতীয়দের।

গবেষণায় আরো বলা হয়, বায়ূ দূষণের কারণে প্রতি বছর ভারতের ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হয়। এছাড়া বায়ু দূষণ ভারতের লাখ লাখ মানুষকে অসুস্থতার দিকে ঠেলে দেয় এবং এটি আয়ু কমায়। শিকাগো এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, ভারত যদি হু-র নির্ধারিত বাতাসের মান রক্ষা করতে পারবে তবে গড় আয়ূ বৃদ্ধি ছাড়াও বায়ূ দূষণের কারণে সৃষ্টি হওয়া স্বাস্থ্য সমস্যা এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবে।

বায়ুতে অনেক উপাদান আছে, তার মধ্যে বায়ুদূষণের জন্য দায়ী উপাদানকে বলা হয় পার্টিকুলেট ম্যাটার্স বা সংক্ষেপে পিএম। বাতাসে ভাসমান পার্টিকুলেট ম্যাটার বা পিএম পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে। এসব বস্তুকণাকে ১০ মাইক্রোমিটার ও ২.৫ মাইক্রোমিটার ব্যাস শ্রেণিতে ভাগ করে তার পরিমাণের ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করেন গবেষকরা। মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক পার্টিকুলেট ম্যাটার্স হচ্ছে পিএম ২.৫ (যে পার্টিকুলেট ম্যাটারের পরিধি ২ দশমিক ৫ মাইক্রনের কম)। ভারতে ৬৬০ মিলিয়ন মানুষই পিএম ২.৫ পরিধির মধ্যে বাস করেন। ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়