শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে মোবাইল ফোন উৎপাদন বন্ধ করতে পারে সামসাং

রাশিদ রিয়াজ : চীনের উত্তরাঞ্চল শহর তিয়ানজিনে সামসাং বছরে ৩৫ মিলিয়ন মোবাইল ফোন সেট উৎপাদন করলেও কাঙ্খিত লাভ না হওয়ায় ওই কারখানা বন্ধ করে দেয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। শ্রমিক খরব বৃদ্ধি হওয়ার কারণেই সামসাং এধরনের চিন্তা করছে বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা বলছে, ধীর গতির লাভের কারণে আদতে পুরো মোবাইল ফোন শিল্পই খুব একটা সুবিধা করতে পারছে না। সুতরাং তিয়ানজিনে সামসাংএর কারখানায় যদি আরো দক্ষতা ও প্রতিযোগিতায় টিকে থাকতে যথাযথ পারদর্শীতা না দেখা যায় তাহলে তা বন্ধ হয়ে যেতে পারে।

৫ বছর আগেও সামসাং চীনের মোবাইল ফোনের ২০ ভাগ বাজার দখলে রেখেছিল। কিন্তু এখন তা ১ ভাগেরও নিচে নেমে গেছে। এছাড়া চীনা মোবাইল ফোন কোম্পানি হুয়াওয়েই, ঝিয়াওমির সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সামসাং’এর। কম মূল্যে মোবাইল ফোন বাজারে দেওয়ার ব্যাপারে চীনা কোম্পানির সঙ্গে টেক্কা দিতে পারছে না সামসাং। চীনের হুইঝো’তে সামসাংএর আরেকটি মোবাইল ফোন কারখানা রয়েছে। এ কারখানায় বছরে ৭২ মিলিয়ন মোবাইল ফোন সেন উৎপাদন হচ্ছে। তবে ভিয়েতনাম ও ভারতে বিনিয়োগে সামসাং নজর দিচ্ছে বেশি। ভিয়েতনামে বছরে সামসাং উৎপাদনকরছে ২৪০ মিলিয়ন মোবাইল ফোন সেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়