শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে দুর্নীতি দমন কমিশনের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়

আহমেদ মুনির, ভোলা: দুর্নীতি দমন কমিশন, বরিশাল এর পরিচালক মো:আবু সাঈদ বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের সাথে সোমবার বিকালে মত বিনিময় করেছেন।উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস এর সভাপতিত্বে বিভিন্ন সরকারী- বেসরকারী দপ্তর প্রধান ও সুশীল সমাজ এ সভায় অংশগ্রহন করেন।

দুর্নীতি দমন কমিশন এর বিভাগীয় কার্যালয়,বরিশাল এর পরিচালক মো:আবু সাঈদ বিভিন্ন দপ্তর প্রধান ও গনমাধ্যম কর্মীদের কথা শুনে। পরে তিনি তার বক্তব্যে বলেন-দুর্নীতির মামলা ক্যান্সার স্বরুপ।তাই প্রত্যেকে দেশপ্রেম নিয়ে সরকারী সেবা জনগনকে দিতে হবে।এ ক্ষেত্রে সেবা গ্রহনকারীগন যেন হয়রানীর শিকার না হন সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন নির্বাহি কর্মকর্তা মো. আ: কুদদূস, সিনিয়র মৎস্য অফিসার এ,এফ,এম নাজমুস সালেহীন,ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ। এর আগে দুপুর ১ টায় উপজেলার মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মনির হোসেন হাওলাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়