শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুনদের সুযোগ দিতেই টি-টোয়েন্টি ছেড়েছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে দেশে ফিরেছে। তবে এখনও ফেরেননি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের গ-ি থেকে বের হয়ে কয়েকদিন অবসরে কাটাতে যুক্তরাষ্ট্রে ফুরফুরে সময় কাটাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সেখানেই (নিউইয়র্কের জ্যাকসন হাইটসে) একটি মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের সাথে সময় কাটান মাশরাফি। আড্ডার এক ফাঁকে কথা হয় ক্রিকেট প্রসঙ্গেও। প্রবাসীরা মাশরাফিকে টি-টোয়েন্টি দলে দেখতে চাইলে মাশরাফি জানান, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ফেরার আশা নেই তার।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘লাইভ ইন মাশরাফি’ নামের ঐ অনুষ্ঠানে মাশরাফি জানান, নতুন ও তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। আর ভবিষ্যতেও এই ফরম্যাটে ফেরার কোনো ইচ্ছে নেই তার। মাশরাফি বলেন, ‘টি-২০ নিয়ে আগেও আমি অনেকবার বলেছি। এ নিয়ে আসলে নতুন করে বলার নেই।’

সিনিয়র ক্রিকেটাররা দলে যেভাবে অবদান রেখেছেন, জুনিয়রদের সেই সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে দেশসেরা পেসার বলেন, ‘সিনিয়ররা ১০-১২ বছর খেলার পর একটা অবস্থানে এসেছে। নতুনদেরও সেই সময় দিতে হবে। তবে তারাও ভালো করছে না, এমন বলা যাবে না। যার যার অবস্থান থেকে সবাই ভালো করছে বলেই বাংলাদেশ দলে একের পর এক সাফল্য আসছে।’

ইনজুরির ধকলের কারণে খেলতে পারেন না টেস্ট ক্রিকেটে। ছেড়েছেন আন্তর্জাতিক অঙ্গনে টি-২০ ফরম্যাট। তবে টি-২০ ক্রিকেটে আর না ফিরলেও ওয়ানডে ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি। তিনি জানান, আপাতত লক্ষ্য আগামী বিশ্বকাপে খেলে যাওয়া, সবকিছু ঠিকঠাক থাকলে যেখানে তার নেতৃত্বেই বিশ্বজয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। অনুষ্ঠানে মাশরাফির উপস্থিতিতে গান ও আড্ডায় দারুণ সময় কাটান প্রবাসীরা। বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়