শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১১:১৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের মাঠে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

সাব্বির আহমেদ : সেশনজট যেন এক ব্যাধির নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে এই 'ব্যাধি' যেন মহামারী আকার ধারণ করেছে। সহসা এ জট কাটারও সম্ভাবনা দেখছেন না ওই কলেজগুলোর শিক্ষার্থীরা। এমন বাস্তবতার আবারও মাঠে নামার ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিষয়টি আজ সোমবার আমাদের সময় ডটকমকে নিশ্চিত করেছেন সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কারী এক শিক্ষার্থী।

তিনি বলেন, সাত কলেজের চলমান সমস্যাগুলো নিয়ে আগামীকালের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে। বিশেষ করে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ফলাফল চলতি মাসে প্রকাশের জোর দাবি জানানো হবে। কেননা এই মাসে দিলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করা যাবে।

জানা যায়, শিক্ষার্থীদের এ সেশনজটের কারণে প্রায় এক বছর পিছিয়ে পড়ছেন কয়েক লাখ শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি সেশনজটে ভুগছেন স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষ এবং ডিগ্রি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ১৪ মাসের মতো আর ডিগ্রি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দুই বছরের মতো জটলায় পড়েছেন। এ নিয়ে চরম দুশ্চিন্তা এবং উদ্বেগ কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাবিতে গিয়ে নয়, সাত কলেজ যুগপৎভাবে যেকোনো একটি কলেজে সমাবর্তনের আয়োজন করতে হবে। এছাড়াও দ্রুত পরীক্ষা নেওয়া এবং তার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়