শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি নোট ছাপাচ্ছে চিন !

ডেস্ক রিপোর্ট : প্রচুর পরিমাণ বিদেশি নোট ছাপাচ্ছে চিন। তার মধ্যে রয়েছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত, ব্রাজিল, পোল্যান্ড ও বাংলাদেশের নোটও। চিনের এক সংবাদমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ নোট ছাপানো হচ্ছে। চিনের Banknote Printing and Minting Corporation-এর একাধিক সূত্রকে উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ‘এবছর অন্যবারের তুলনায় অনেক বেশি নোট ছাপানোর টার্গেট সেটা করা হয়েছে।

কর্পোরেশনের প্রেসিডেন্ট লিউ গুশেং জানিয়েছেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নেওয়ার দু’বছর পর প্রথম এই সংস্থা একাধিক দেশের টাকা ছাপানোর কন্ট্রাক্ট পেয়েছে। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত, ব্রাজিল ও পোল্যান্ড।

কংগ্রেস নেতা শশী থারুর এই রিপোর্ট প্রকাশরে পর দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, নোট বাতিলের পর ভারতের বিভিন্ন ব্যাংকে এসেছে সবথেকে বেশি নকল নোট। সন্দেহজনক লেনদেনের পরিমাণও বেড়েছে ৪৮০ শতাংশ। সূত্র : কলিকাতা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়