শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি ক্যারিয়ারে আট হাজারি ক্লাবে মালিক

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল, ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম সারির ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানি এ অলরাউন্ডার গড়েছেন বেশ কিছু বিশ্ব রেকর্ডও। গতকাল গড়েছেন আরও একটি বিশ্বরেকর্ড। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অলরাউন্ডার শোয়েব মালিক। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে আট হাজার রানের মালিক হয়েছেন। এই তালিকায় তার আগে আছেন ক্রিকেট বিশ্বের তিনটি বড় নাম।

মালিকের আগে তালিকায় থাকা নাম গুলো হলো- ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম ও কাইরন পোলার্ড। ৭৯৯২ রান নিয়ে খেলতে নেমে সিপিএলে নিজের দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে গতকাল ৩৮ রান করার পথে এই রেকর্ড গড়েন মালিক। টি-টোয়েন্টিতে তার মোট রান এখন ৮০৩৪।

টি-টোয়েন্টির 'ইউনিভার্স বস' খ্যাত গেইলের বর্তমান রান ১১,৫৭৫। দ্বিতীয়তে থাকা ম্যাককালামের রান ৯১৮৮। তৃতীয়তে আছেন পোলার্ড (৮২২৫ রান)। ৮০৩৪ রান চতুর্থতেই মালিক। তবে পোলার্ড ও মালিককে আট হাজারি ক্লাবে পৌঁছাতে ভালোই কষ্ট করতে হয়েছে। কেননা এই তালিকার শীর্ষ দুইজনই ওপেনার, অপরদিকে মালিক এবং পোলার্ডকে ব্যাট করতে হয় চার বা পাঁচ নম্বরে।

এই কারণে এই ফরম্যাটে কোন সেঞ্চুরিও করতে পারেননি এই দুজন ব্যাটসম্যান। তবে সামর্থ্যরে সবটুকু দিয়ে এই মাইলফলকে পা রেখেছেন তারা। নিঃসন্দেহে দারুণ এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ভিন্ন দেশের এই দুই অলরাউন্ডার। ব্যাট হাতে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বল হাতে সময়মতো জ্বলে উঠতে দেখা যায় এ দু’জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়